প্রায় ছয় মাস ক্রিকেট থেকে দূরে ছিলেন তিনি। সর্বশেষ সাকিবকে দেখা গেছে গত বছরের ৩০ নভেম্বর, আবুধাবি টি-টেন লিগে। এরপর কেটে গেছে ১৬৫ দিন। মাঠে না থাকায় জন্ম নিয়েছিল নানা জল্পনা-সাকিব আল হাসান কি তবে ক্রিকেটকে বিদায় বলছেন? কিন্তু তিনি ফিরলেন।
পাকিস্তান সুপার লিগে (পিএসএল) লাহোর কালান্দার্স দলে নিয়েছে সাকিবকে। ফ্র্যাঞ্চাইজিটি এক বিবৃতিতে জানিয়েছে, ড্যারিল মিচেলের ইনজুরির কারণে সাকিবকে দলে নেওয়া হয়েছে। আগামী ১৭ মে ইসলামাবাদে দলের সঙ্গে যোগ দেবেন তিনি। চলতি মৌসুমে ৯ ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের চারে লাহোর। বাকি একটি ম্যাচ জিতলেই নিশ্চিত হতে পারে প্লে-অফ।
সাকিব নিজেও এই ফেরার খবরে দারুণ উচ্ছ্বসিত, ‘এই মৌসুমে পিএসএলে যুক্ত হতে পেরে আমি খুবই খুশি। আমরা এখন এমন একটা সময়ে আছি, যেখানে প্রতিটি ম্যাচই অনেক গুরুত্বপূর্ণ। এমন প্রতিযোগিতায় মাঠে নামার অপেক্ষায় আছি। কালান্দার্সের অসাধারণ সমর্থক আছে, দারুণ টিম স্পিরিট আছে—এমন দলের অংশ হয়ে ভালো কিছু করতে চাই।’
বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সূত্রে জানা গেছে, গতকাল রাতে সাকিব অনাপত্তিপত্র চেয়ে আবেদন করেছেন। আনুষ্ঠানিক অনুমতি এখনও বাকি থাকলেও নীতিগতভাবে সম্মতি রয়েছে।
Discussion about this post