কিংবদন্তি হওয়ার পথেই এগিয়ে যাচ্ছেন হাশিম আমলা। একের পর এক মাইলফলক পেরিয়ে যাচ্ছেন দক্ষিণ অাফ্রিকার এই ব্যাটসম্যান। ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টের প্রথম দিনে শুক্রবার আরেক মাইলস্টোন পেরিয়ে গেলেন আমলা৷ চতুর্থ প্রোটিয়া ব্যাটসম্যান হিসেবে আট হাজার রান ক্লাবে পা দিলেন তিনি।
ম্যাচে ইংল্যান্ডের পেসার জেমস অ্যান্ডারসনও স্পর্শ করলেন এক মাইলফলক। এদিনই ঘরের মাঠে ৩০০ টেস্ট উইকেট নিয়েছেন তিনি।
আমলার আগে তিন প্রোটিয়া ব্যাটসম্যান টেস্টে আট হাজার রান ক্লাবে পা রেখেছেন৷ তারা হলেন জাক ক্যালিস (১৩,২০৬), গ্রায়েম স্মিথ (৯,২৫৩), এবি ডি ভিলিয়ার্স (৮,০৭৪)৷ ট্রেন্ট ব্রিজে খেলতে নামার আগে আটহাজার থেকে মাত্র ৮ রান দুরে ছিলেন আমলা। সেটা চট জলদি করে নেন তিনি। ১৭৮টি টেস্ট ইনিংসে এই রান করলেন তিনি৷ ২০০৪ সালে টেস্ট অভিষেক হয় তার। প্রথম প্রোটিয়া ক্রিকেটার টেস্টে যাঁর ট্রিপল সেঞ্চুরি করা এই ব্যাটসম্যানের চোখ এখন দশ হাজার রানের দিকে।
এদিন ম্যাচের শুরুতে প্রোটিয়া ওপেনার ডিন এলগারকে প্যাভিলিয়নে ফেরত পাঠিয়ে প্রথম পেসার হিসেবে ঘরের মাঠে ৩০০ টেস্ট উইকেট নেওয়ার কৃতিত্ব অর্জন করেন অ্যান্ডারসন৷
Discussion about this post