দুঃখ পাওয়া ছাড়া আর কীইবা করার আছে? দারুণ ফর্মে ছিলেন। ঠিক তখনই কীনা ইনজুরিতে সর্বনাশ। মাউন্ট মঙ্গানুইয়ে সিরিজের প্রথম টেস্টে দল যখন সাফল্যে, তখনই শুনতে হলো এক দুঃসংবাদ। ইনজুরির কারণে সফরের বাকি অংশ থেকে ছিটকে গেছেন ব্যাটসম্যান মাহমুদুল হাসান জয়।
নিউজিল্যান্ড সফরে দলের সঙ্গে থাকা ফিজিও বায়েজিদ ইসলাম এক ভিডিও বার্তায় মঙ্গলবার জানান, ফিল্ডিং করার সময় আঙুলে চোট পেয়েছেন জয়। এ অবস্থায় ডাক্তারের পরামর্শে ৭ থেকে ১০ দিন বিশ্রামে থাকতে হবে তরুণ এই ব্যাটসম্যানকে।
হাতে ৩টি সেলাই দিতে হয়েছে জয়ের। বায়েজিদ বলেন, ‘দেখুন, জয় আজ মঙ্গলবার ফিল্ডিং করার সময় ডান হাতে চোট পেয়েছে, তৃতীয় ও চতুর্থ আঙুলের মাঝখানে। এখানে যিনি চিকিৎসক ছিলেন তিনি সেলাই করে দিয়েছেন। ৩টা সেলাই পড়েছে ওর হাতে। ওকে এখন ৭ থেকে ১০ দিন পর্যবেক্ষণে থাকতে হবে। এখন পুনর্বাসন করা হবে।’
চলতি টেস্টের সঙ্গে আগামী ৯ ডিসেম্বর সিরিজের দ্বিতীয় ও শেষ ম্যাচেও খেলতে পারছেন না জয়। ক্যারিয়ারের তৃতীয় টেস্ট খেলতে নেমে প্রথম ইনিংসে তিনি দারুণ খেলেন। ৭৮ রান করেন করে ফেরেন সাজঘরে। সেই ফর্মে থাকা ব্যাটসম্যানটিই চোটে চলে গেলেন মাঠের বাইরে।
Discussion about this post