ইনজুরি তাকে পাঠিয়ে দিয়েছে মাঠের বাইরে। কিন্তু ব্যাট-বল বিহীন জীবনে হাঁপিয়ে উঠেছেন তামিম ইকবাল। আবারো মাঠে ফেরার জন্য অস্থীর হয়ে উঠেছেন এই তারকা ব্যাটসম্যান। ফেরার লড়াইটা অবশ্য শুরু হয়ে গেছে তার। তার অংশ হিসেবে মঙ্গলবার মিরপুর শেরেবাংলায় দেখা গেল তাকে। সেখানেই গণমাধ্যমকে জানালেন, চিকিৎসকরা তাকে চার থেকে ছয় সপ্তাহর মত বিশ্রাম দিয়েছেন। ছয় সব মিলিয়ে মে মাসের মাঝামাঝি ফিরতে পারেন তামিম।
এনিয়ে মঙ্গলবার তামিম বলছিলেন, ‘সবাই নিশ্চয় এর মধ্যেই জেনে গেছেন যে, আমার পুরোপুরি সুস্থ হতে চার থেকে ছয় সপ্তাহ সময় লাগবে। পূণর্বাসন প্রক্রিয়া সবে শুরু হল।। প্রতিদিনই কিছু না কিছু কাজ থাকছে। পুরো সময় কাটিয়ে যদি সুস্থ হতে পারি, তাহলে ইনজুরির জায়গাগুলো শক্তভাবে নতুন করে তৈরি হবে।’
আসছে জুনে আফগানিস্তানের বিপক্ষে সিরিজ টাইগারদের। তারপরই ওয়েস্ট ইন্ডিজে দীর্ঘ এক সিরিজ। সেই দুই সিরিজে ফেরার অপেক্ষায় তিনি। বলেন, ‘আশা করছি সময় মত ফিট হয়ে যাবো। খেলা জুন মাসে। মে মাসের সাত-আট তারিখের দিকে আমার পুণর্বাসন শেষ হবে। তারপর ১০-১২ তারিখের দিকে ক্যাম্প হবে।’
Discussion about this post