ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
এইতো কিছুদিন আগেই আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) জানিয়েছিল এ বছরের টি-টুয়েন্টি বিশ্বকাপ হচ্ছে না। করোনার কারণে পিছিয়ে যায় এই বৈশ্বিক টুর্নামেন্ট। স্থগিত হয়ে যাওয়া টি-টুয়েন্টি বিশ্বকাপ ২০২২ সালে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত হবে।
আগের সূচি মেনে আগামী বছরের টি-টুয়েন্টি বিশ্বকাপ আয়োজক হবে ভারত।
শুক্রবার আইসিসি জানাল-নিউজিল্যান্ডে অনুষ্ঠেয় আগামী বছরের নারীদের ওয়ানডে বিশ্বকাপও পিছিয়ে গেল। এটি অনুষ্ঠিত হবে ২০২২ সালে। ফেব্রুয়ারি-মার্চে। এই টুর্নামেন্টের বাছাইপর্ব হবে আসছে বছর। আইসিসির বিজনেস ডেভেলপমেন্ট উইং আইসিসি বিজনেস কর্পোরেশনের শুক্রবারের ভার্চুয়াল সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়।
এ বছরের বিশ্বকাপস্থগিত হওয়া আসর আগামী বছর আয়োজনে আগ্রহী ছিল অস্ট্রেলিয়া। কিন্তু ভারত আপত্তি তুলে। কারণ ২০২১ সালের বিশ্বকাপের আয়োজক ছিল তারাই। ২০২৩ সালের ওয়ানডে বিশ্বকাপও হবে ভারতে,। টানা দুই বছরে দুটি বিশ্বকাপ আয়োজন করতে চায়নি তারা। শেষ অব্দি ভারতের ইচ্ছে পূরণ হলো।
২০২১ সালের ভারতের বিশ্বকাপের ফাইনাল ১৪ নভেম্বর। আবার ২০২২ সালে অস্ট্রেলিয়ায়ও বিশ্বকাপ হবে অক্টোবর-নভেম্বরে। ফাইনাল ১৩ নভেম্বর।
Discussion about this post