এ বছর এশিয়া কাপ ক্রিকেট হবে টি-টুয়েন্টি ফরম্যাটে। টুর্নামেন্টের ১৫তম আসর শুরু হবে ২৭ আগস্ট। ফাইনাল ১১ সেপ্টেম্বর। শনিবার আয়োজক দেশের নাম ও দিনক্ষণ ঘোষণা করে এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি)।
টেস্ট খেলুড়ে ৫টি দেশ আয়োজক শ্রীলঙ্কা, ভারত, পাকিস্তান, বাংলাদেশ ও আফগানিস্তানের সঙ্গে আরও একটি দেশ লড়বে এই টুর্নামেন্টে। আরেকটি দলকে বাছাইপর্বে পেরিয়ে আসবে আরেক দল। ২০ আগস্ট থেকে শুরু হবে বাছাইপর্ব। সংযুক্ত আরব আমিরাত, কুয়েত, হংকং ও সিঙ্গাপুর বাছাইপর্বে লড়বে।
অবশ্য এশিয়া কাপের এবারের আসর মূলত হওয়ার কথা ছিল পাকিস্তানে। এবার তাদের জায়গায় আগামী আগস্ট-সেপ্টেম্বরে শ্রীলঙ্কায় হবে এশিয়া সেরার লড়াই।
বিশ্বকাপের সংস্করণের সঙ্গে মিল রেখে নির্ধারণ করা হয় কোন সংস্করণে হবে এশিয়া কাপ। চলতি বছর অস্ট্রেলিয়া রয়েছে টি-টুয়েন্টি বিশ্বকাপ। তাই ২০২২ সালের এশিয়া কাপ হবে টি-টুয়েন্টি সংস্করণে।
এমনিতে দুই বছর পর পর এশিয়া কাপ আয়োজন করে এসিসি। কিন্তু করোনাভাইরাসের কারণে সেই ধারাবাহিকতা ঠিক থাকেনি। সবশেষ আসর হয়েছিল ২০১৮ সালে, ওয়ানডে সংস্করণে। এরপর ২০২১ সালে হওয়ার কথা থাকলেও কোভিড-১৯ এর কারণে তা হয়নি। এবার পাকিস্তানে হওয়ার কথা থাকলেও সেটি হবে শ্রীলঙ্কায়।
Discussion about this post