বাংলাদেশ ও ভারত-দুই প্রতিবেশী দেশের ক্রিকেট দ্বৈরথ বরাবরই উত্তেজনায় ভরপুর। তবে এবার এই প্রতিদ্বন্দ্বিতায় যোগ হচ্ছে নতুন মাত্রা। প্রথমবারের মতো বাংলাদেশের মাটিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশ-ভারত পূর্ণাঙ্গ টি-টোয়েন্টি সিরিজ। তিন ম্যাচের ওয়ানডে সিরিজের পাশাপাশি থাকছে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজও।
আজ মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে এই সিরিজের পূর্ণ সূচি ঘোষণা করেছে বিসিবি। সূচি অনুযায়ী, আগামী ১৩ আগস্ট ঢাকায় পা রাখবে রোহিত শর্মার ভারত। এরপর ১৭ আগস্ট মিরপুরে প্রথম ওয়ানডে দিয়েই শুরু হবে মাঠের লড়াই।
দ্বিপাক্ষিক সিরিজ শেষে আগামী ১ সেপ্টেম্বর বাংলাদেশ ছাড়বে ভারতীয় দল।
বাংলাদেশ-ভারত ওয়ানডে সিরিজ
তারিখ ম্যাচ ভেন্যু
১৭ আগস্ট ১ম ওয়ানডে মিরপুর
২০ আগস্ট ২য় ওয়ানডে মিরপুর
২৩ আগস্ট ৩য় ওয়ানডে চট্টগ্রাম
বাংলাদেশ-ভারত টি-টোয়েন্টি সিরিজ
তারিখ ম্যাচ ভেন্যু
২৬ আগস্ট ১ম টি-টোয়েন্টি চট্টগ্রাম
২৯ আগস্ট ২য় টি-টোয়েন্টি মিরপুর
৩১ আগস্ট ৩য় টি-টোয়েন্টি মিরপুর
Discussion about this post