অস্ট্রেলিয়া সফরের রেশ থাকতেই বাংলাদেশে পা রাখবে আরেক ক্রিকেট দল। চলতি আগষ্ট মাসেই আসছে নিউজিল্যান্ড। অজিদের মতো কিউইদের বিপক্ষেও পাঁচ ম্যাচের টি-টুয়েন্টি খেলবে বাংলাদেশ দল।
বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড জানাল-২৪ আগস্ট ঢাকায় আসছে নিউজিল্যান্ড ক্রিকেট দল। সিরিজের প্রথম টি-টুয়েন্টি ১ সেপ্টেম্বর। পরের চার ম্যাচ ৩, ৫, ৮ ও ১০ সেপ্টেম্বর। প্রতিটি ম্যাচই অনুষ্ঠিত হবে মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে। সিরিজের আগে আগামী ২৯ আগস্ট বিকেএসপিতে একটি প্রস্তুতি ম্যাচও খেলবে কিউইরা।
এখন বাংলাদেশ সফরে আছে অস্ট্রেলিয়া দল। করোনাকালের সিরিজে ৭দিনে পাঁচ টি-টুয়েন্টি খেলছে বাংলাদেশ। অবশ্য নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ এতোটা জলদি হবে না। প্রতি ম্যাচ শেষে থাকছে একদিন করে বিরতি। ১০ দিনে পাঁচ টি-টুয়েন্টি।
২০১৩ সালের পর বাংলাদেশের বিপক্ষে সিরিজ খেলতে বাংলাদেশে আসছে কিউইরা। ঢাকায় এসে তারা থাকবে তিনদিনের কোয়ারেন্টাইনে।
তারিখ ম্যাচ ভেন্যু
২৯ আগস্ট প্রস্তুতি ম্যাচ বিকেএসপি
১ সেপ্টেম্বর প্রথম টি-টুয়েন্টি শেরে বাংলা জাতীয় স্টেডিয়াম
৩ সেপ্টেম্বর দ্বিতীয় টি-টুয়েন্টি শেরে বাংলা জাতীয় স্টেডিয়াম
৫ সেপ্টেম্বর তৃতীয় টি-টুয়েন্টি শেরে বাংলা জাতীয় স্টেডিয়াম
৮ সেপ্টেম্বর চতুর্থ টি-টুয়েন্টি শেরে বাংলা জাতীয় স্টেডিয়াম
১০ সেপ্টেম্বর পঞ্চম টি-টুয়েন্টি শেরে বাংলা জাতীয় স্টেডিয়াম
Discussion about this post