ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
কিছুতেই পথ খুঁজে পাচ্ছে না বাংলাদেশ। নিউজিল্যান্ড সফরে সিরিজের দ্বিতীয় ম্যাচেও ঠিক একি্ দৃশ্যপট। এবারো ৮ উইকেটে হারল দল। এই হারের পরও কোন অজুহাত দাঁড় করালেন না অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। সিরিজ হেরে ব্যাটসম্যানদের নিয়েই আক্ষেপ করলেন তিনি।
শনিবার ক্রাইস্টচার্চে হারের পর টাইগার ওয়ানডে অধিনায়ক বলেন, ‘এটা ছিল কঠিন একটি দিন। আমরা শুরুতে উইকেট হারিয়েছি। তেমন বড় কোনো জুটি গড়তে পারিনি। ৩০ রানের জুটি গড়েছি সেগুলো ৬০ বা ৭০ রানের হলে ম্যাচটা হয়তো অন্যরকম হতে পারতো।’
ম্যাচটি থেকে ইতিবাচক দিক খুঁজে পাচ্ছেন না মাশরাফি। জানালেন ‘এই ম্যাচ থেকে নেওয়ার মতো ইতিবাচক তেমন কিছু নেই। আমাদের আসলে দল হিসেবে খেলতে হবে। আমরা ২২০-২৩০ রান করছি। কিন্তু করতে হবে ২৭০-২৮০। তখন লড়াই করতে পারবো।’
পরপর দুই ম্যাচ হেরে হোয়াইটওয়াশের শঙ্কায় এখন বাংলাদেশ। ২০ ফেব্রুয়ারি সিরিজে হোয়াইট ওয়াশ এড়াতে মাঠে নামবে টাইগাররা।
এদিকে এই ম্যাচেই চোটে পড়েছেন মুশফিকুর রহীম ও ফর্মে থাকা মোহাম্মদ মিঠুন। তৃতীয় ওয়ানডেতে তাদের খেলা নিয়ে আছে শঙ্কা। বিসিবির চিকিৎসক ডা. দেবাশীষ চৌধুরী বলেন, ‘এ অবস্থায় দুজনেরই ইনজুরির স্ক্যান করানো হবে। স্ক্যান রিপোর্ট হাতে পাওয়ার পর জানা যাবে ইনজুরির মাত্রা কোন অবস্থায় আছে। মিঠুনের হ্যামস্ট্রিংয়ে চোট মারাত্মক নয়। স্ক্যান রিপোর্টে পুরো তথ্য জানা যাবে।’
Discussion about this post