ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
শ্রীলঙ্কা সফরে ফেরার কথা ছিল সাকিব আল হাসানের। নিষেধাজ্ঞায় থাকার সময়ই শুরু করেছিলেন প্রস্তুতি। নিজের প্রিয় শিক্ষা প্রতিষ্ঠান সাভারের বিকেএসপিতে করেছেন চার সপ্তাহের নিবিড় অনুশীলন। কিন্তু সফরটা না হওয়ায় থেকে গেছে আক্ষেপ। এমন কী অনুশীলন পর্বটাও ঠিকঠাক শেষ করতে পারেন নি তিনি। তবে এবার সেই আক্ষেপের ইতি টানতে চান সাকিব। বিসিবির টি-টুয়েন্টি টুর্নামেন্টে নিজেকে মেলে ধরার অপেক্ষায় সদ্য ওয়ানডের এক নম্বর অলরাউন্ডার হওয়া এই ক্রিকেটার।
নিষেধাজ্ঞা থেকে মুক্ত সাকিব নিজের ইউটিউব চ্যানেলে প্রশ্নোত্তর পর্বে বলেন- অনুশীলনের ঘাটতিটুকু পুষিয়ে নেওয়ার পরিকল্পনা রয়েছে তার।
সাকিব আল হাসান বলেন, ‘বিকেএসপির অনুশীলন খুবই ভালো ছিল। সেই ট্রেনিং খুব দরকার ছিল আমার। আরও ১৫-২০ দিন অনুশীলন করার ইচ্ছে ছিল। কিন্তু শ্রীলঙ্কা সিরিজটি হয়নি। তাইতো চলে এসেছি যুক্তরাষ্ট্রে। আরও ১৫-২০ দিন করতে পারলে পরের ১-২ বছরের জন্য পুরোপুরি প্রস্তুতি হয়ে যেত।’
সেই আক্ষেপ পর্ব শেষ করতে চান এই মাসেই। টাইগারদের সেরা অলরাউন্ডার আরও বললেন, ‘যেহেতু সামনে সময় আছে, সামনে একটি ঘরোয়া টুর্নামেন্ট আছে, ওই ১৫-২০ দিনের ট্রেনিংয়ের যে গ্যাপটি ছিল, আমার ধারণা আমি পূরণ করতে পারব।’
নতুন অধ্যায়ে ফেরার পর নিজেকে বিতর্ক মুক্ত রাখার চেষ্টা করবেন সাকিব। এক প্রশ্নের জবাবে জানান, ‘আমার ধারণা কেউই চায় না বিতর্কে জড়াতে। সবাই চায় সচেতন থেকে বিতর্ক এড়াতে। কিন্তু কিছু মানুষকে দিয়ে হয়তো সেটা সবসময় সম্ভব হয় না। সামনে অবশ্যই আরও সতর্ক থাকার চেষ্টা করব যেন একদম বিতর্ক না হয়।’
সব ঠিক থাকলে ৫ দল নিয়ে নভেম্বরের তৃতীয় সপ্তাহে হবে বিসিবির টি-টুয়েন্টি টুর্নামেন্ট। এই টুর্নামেন্ট দিয়ে আনুষ্ঠানিকভাবে ক্রিকেটে ফিরবেন সাকিব। তার আগে ফিটনেস টেস্ট দিতে হবে তাকে। যুক্তরাষ্ট্র থেকে বৃহস্পতিবার রাতে তার দেশে ফেরার কথা সাকিবের। আগামী সোমবার হবে এই তারকার ফিটনেস টেস্ট।
Discussion about this post