জাতীয় দলের স্কোয়াডে জায়গা হয়নি। কিন্তু রান করতে ভোলেননি নুরুল হাসান সোহান। চট্টগ্রামে প্রস্তুতি ম্যাচে ঝড় তোলার পরও নাম উঠল না শ্রীলঙ্কার বিপক্ষে ঘোষিত ওয়ানডে দলে। তবে তিনি থেমে থাকার মানুষ নন। বলেই ফেললেন মনের কথাটা, ‘যদি নিয়মিত হতে পারতাম, তাহলে হয়তো ক্যারিয়ারটা অন্য রকম একটা জায়গায় থাকত।’
একটা দীর্ঘ সময় ধরে ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিক পারফর্ম করেও জাতীয় দলে নিজেকে নিয়মিত করতে পারেননি। ঢাকা প্রিমিয়ার লিগে অধিনায়ক হিসেবে ৫১২ রান, নিউজিল্যান্ড ‘এ’ দলের বিপক্ষে সেঞ্চুরি, প্রস্তুতি ম্যাচে ৯৭ রানের চোখ ধাঁধানো ইনিংস-সবই তার পক্ষে কথা বলেছে। তবুও সুযোগটা এল না!
সোহানের কণ্ঠে লুকানো ছিল না হতাশা, ‘অবশ্যই আক্ষেপ ওই জায়গায় আছে। জাতীয় দলে খেলার স্বপ্ন না থাকলে ক্রিকেট খেলারই তো মানে থাকে না।’ কথার শেষে যেন একটা দৃঢ়তাও ছিল-স্বপ্ন এখনো বেঁচে আছে, যদিও বাস্তবতা কঠিন।
নির্বাচকেরা অবশ্য জানিয়েছেন, তিনি ‘বিবেচনায়’ আছেন। তবে একই স্কোয়াডে একাধিক উইকেটরক্ষক না রাখার সিদ্ধান্তে বাদ পড়েছেন তিনি। লিটন দাস দলে ফিরেছেন, আছেন জাকের আলীও।
তবে এই মুহূর্তে সোহান তাকিয়ে গ্লোবাল সুপার লিগের দিকে, যেখানে গতবার রংপুর রাইডার্সকে চ্যাম্পিয়ন করেছিলেন। এবারের আসর শুরু ১০ জুলাই, গায়ানায়। যদিও এখনো প্রস্তুতি শুরু হয়নি তাঁর, কারণ মন পড়ে ছিল জাতীয় দলের দিকেই।
নুরুল হাসান সোহানের গল্পটা কেবল রান আর পরিসংখ্যানের নয়। এটা এক লড়াইয়ের গল্প-যেখানে স্বপ্ন থাকে, আক্ষেপ থাকে, কিন্তু হাল ছাড়ার জায়গা থাকে না!
Discussion about this post