ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
প্রতিপক্ষ হিসেবে বহুবার মাঠের ক্রিকেটে লড়েছেন। তাই দুই জন দুইজনকে খুব ভালোভাবেই চেনেন কুমার সাঙ্গাকারা ও সৌরভ গাঙ্গুলি। এবার সে সম্পর্ক ধরেই সাঙ্গাকারা চাইছেন এবার আইসিসির সভাপতি হোক সৌরভ।
সাঙ্গাকারার চাওয়া, অধিনায়ক হয়ে যেভাবে ভারতীয় দলকে বদলে দিয়েছিলেন ঠিক সেভাবেই যেন আইসিসির প্রধান হিসেবে ক্রিকেটকেও এগিয়ে নিয়ে যান সৌরভ, ‘আমি মনে করি সৌরভ গাঙ্গুলী ক্রিকেটে বদল আনতে পারবে। আমি তাঁর খুব বড় ভক্ত। সাবেক ভারতীয় অধিনায়কের রয়েছে দারুণ ক্রিকেট মস্তিষ্ক। সে ক্রিকেটের স্বার্থ নিয়েই সব সময় ভাবে। তাঁর চিন্তা-চেতনায় আছে কেবল ক্রিকেট। সেটি ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রধান কিংবা আইসিসির প্রধান যে ভূমিকাতেই হোক না কেন!’
সৌরভকে ক্রিকেটের স্বার্থেই আইসিসির প্রধান হিসেবে ভাবতে চান সাঙ্গাকারা, ‘ক্রিকেট খেলাটাই হয় দর্শক-সমর্থকদের ওপর ভিত্তি করে। বিসিসিআই সভাপতি হওয়ার পর সৌরভের কাজ, উদ্যোগ—সবই আমি খেয়াল করেছি। এমসিসি ক্রিকেট কমিটিতেও দেখেছি। সে খুব ভালো সম্পর্ক তৈরি করতে জানে। আমার মনে হয় আইসিসি সভাপতির দায়িত্ব নিলে সৌরভ খুব ভালো করবে। আমি তো মনে করি যেকোনো বিচারেই আইসিসির সভাপতি হিসেবে সৌরভ দুর্দান্ত এক প্রার্থী।’
সম্প্রতি আইসিসির প্রধানের পদ ছেড়েছেন শশাঙ্ক মনোহর। তার পরে আইসিসির প্রধান হিসেবে অনেকেই সৌরভকে ভাবতে চাইছেন অনেকে। এবার তাদের দলে নাম লেখালেন সৌরভ।
Discussion about this post