ঢাকা টেস্টে ঐতিহাসিক জয়ের পর সংবাদ সম্মেলনে মুশফিকুর রহীম বলেছিলেন, ‘মিরাজ ক্যারিয়ার শেষে এমন কিছু রেকর্ড গড়বে, যা ভাঙ্গা রীতিমতো অসম্ভবই হয়ে উঠতে পারে।’ ক্যারিয়ারের শুরুতেই অধিনায়কের কাছ থেকে এমন সার্টিফিকেট পাওয়া সহজ কথা নয়। কিন্তু মেহদী হাসান মিরাজ নৈপুন্যের ঝলকে তেমন প্রশংসা আদায় করে নিয়েছেন। সব জায়গায় চলছে মেহদী বন্দনা। মেহদীর রঙে রাঙাল যেন গোটা বাংলাদেশ।
চট্টগ্রাম টেস্টে ৭ উইকেট নেন তিনি। ঢাকা টেস্টে ইংল্যান্ডের বিপক্ষে ১২ উইকেট। সব মিলিয়ে সিরিজের সেরা তিনিই। সোমবার তাইতো আইসিসি টেস্ট বোলিং র্যাঙ্কিংয়ে ২৮তম স্থানে উঠেছেন মিরাজ।
ঢাকা টেস্টে ১৫৯ রান দিয়ে ১২ উইকেট নেন মিরাজ। এই সাফল্যে টেস্ট বোলিং র্যাঙ্কিংয়ে ৫ ধাপ এগিয়ে ২৮তম স্থানে উঠলেন তিনি। টেস্ট র্যাঙ্কিংয়ের বোলিংয়ে বাংলাদেশের হয়ে সাকিব আল হাসানের পরই রয়েছেন এই স্পিনার। সাকিব ১৫তম স্থানে আছেন।
মিরাজের বোলিং চমকেই রোববার ঢাকা টেস্টে ইংলিশদের বিপক্ষে ১০৮ রানে হারিয়েছে টাইগাররা। দল পেয়েছে প্রথমবারের মতো টাইগার বধের তৃপ্তি!
Discussion about this post