বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালটা যেন হয়ে উঠল এককভাবে প্যাট কামিন্সের শো। অস্ট্রেলিয়ার অধিনায়ক লর্ডসে দক্ষিণ আফ্রিকার ব্যাটিং লাইনআপে এমন আগুন ঝরালেন, যা রীতিমতো রেকর্ডবই উল্টে দিল। দ্বিতীয় দিনের শুরুতে মাত্র ২৮ রানে তুলে নিলেন ৬ উইকেট—একাই ভেঙে দিলেন প্রোটিয়াদের প্রতিরোধ।
প্রথম দিন একটি উইকেট নেওয়ার পর দ্বিতীয় দিনের শুরুতেই কাঁপিয়ে দেন প্রোটিয়াদের টপ অর্ডার। ৩৬ রানে ফিরিয়ে দেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক টেম্বা বাভুমাকে। এরপর একে একে বেডিংহ্যাম, ভেরিন, জানসেন ও রাবাডার উইকেট তুলে নেন অসি পেসার।
এর ফলে টেস্ট ক্রিকেটে ৩০০ উইকেটের অভিজাত ক্লাবে প্রবেশ করেন কামিন্স। শুধু ব্যক্তিগত কৃতিত্বেই থেমে থাকেননি, অধিনায়ক হিসেবেও গড়েছেন নজির—লর্ডসে এক ইনিংসে অধিনায়ক হিসেবে সর্বাধিক উইকেট তার দখলে।
তবে সবচেয়ে বিস্ময়কর কীর্তি এসেছে আইসিসি ফাইনাল ঘিরে। এখন পর্যন্ত কোনো অধিনায়ক আইসিসি টুর্নামেন্টের ফাইনালে পাঁচ উইকেট নিতে পারেননি—কিন্তু কামিন্স এক ইনিংসে নিলেন ছয়! এই অনন্য কীর্তি আজ থেকে শুধুই তার।
অধিনায়ক হিসেবে সবচেয়ে বেশি পাঁচ উইকেট নেওয়ার তালিকায় কামিন্স এখন রিচি বেনোর পাশে, দুজনেরই ৯ বার পাঁচ উইকেট ইনিংস। সবার ওপরে রয়েছেন ইমরান খান, যার রয়েছে ১২টি।
Discussion about this post