ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
দুই মেয়াদে চার বছর আইসিসির সভাপতি ছিলেন শশাঙ্ক মনোহর। শেষ পর্যন্ত বুধবার তিনি এ পদ থেকে সরে দাঁড়ালেন। এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ সংস্থাটি।
নতুন চেয়ারম্যান নির্বাচিত হওয়ার আগ পর্যন্ত ডেপুটি চেয়ারম্যান ইমরান খাজা দায়িত্ব পালন করবেন। আগামী সপ্তাহের মধ্যে মনোহরের স্থলাভিষিক্ত খোঁজার প্রক্রিয়া শুরু করবে আইসিসি।।
শশঙ্ক মনোহরের দারুণ প্রশংসা করেছেন আইসিসির প্রধান নির্বাহী মনু সাওয়নি। তিনি বলেছেন, ‘আইসিসির চেয়ারম্যান হিসাবে খেলাধুলার জন্য শশাঙ্ক যা কিছু করেছেন তার জন্য আইসিসি বোর্ড, কর্মী এবং পুরো ক্রিকেট পরিবারের পক্ষ থেকে আমি তাকে এবং তার নেতৃত্বকে ধন্যবাদ জানাতে চাই। আমরা তাকে এবং তার পরিবারের প্রতি অত্যন্ত শুভ কামনা জানাই’।
এদিকে আইসিসির ডেপুটি চেয়ারম্যান ইমরান খাজা যোগ করেছেন, ‘শশাঙ্ক আমাদের খেলাধুলায় যে প্রতিশ্রুতি রেখেছেন আইসিসি বোর্ডের প্রত্যেকে তার জন্য আন্তরিক ধন্যবাদ জানায়। তিনি ক্রিকেট এবং আইসিসিকে যে জায়গায় পেয়েছিলেন তার থেকে ভাল জায়গায় রেখে যাচ্ছেন’।
আইসিসির নতুন সভাপতি হওয়ার দৌড়ে বেশ ভালো ভাবেই এগিয়ে রয়েছেন বিসিসিআইয়ের সভাপতি সৌরভ গাঙ্গুলি। এখন দেখার বিষয় শেষ পর্যন্ত কি হয়।
Discussion about this post