সময়টা এখন বাবর আজমের। ব্যাট হাতে দাপট দেখিয়ে যাচ্ছেন পাকিস্তানের এই ব্যাটসম্যান। সবশেষ দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজে ব্যাট হাতে সাফল্যের স্বীকৃতি পেলেন বাবর আজম। স্বদেশি ফখর জামান ও নেপালের কুশাল ভুরতেলকে পেছনে ফেলে আইসিসির এপ্রিল মাসের সেরা পুরুষ ক্রিকেটার হলেন পাকিস্তান অধিনায়ক। মেয়েদের সেরা নির্বাচিত অস্ট্রেলিয়ার কিপার-ব্যাটার এলিসা হিলি।
গত মাসের পারফরম্যান্সের ওপর ভিত্তি করে এই দুই সেরাকে বেছে নেয় আইসিসি। সোমবার তাদের নাম ঘোষণা করে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা। এই বছর থেকেই মাস সেরা ক্রিকেটারের স্বীকৃতি দেওয়া শুরু করেছে আইসিসি। আইসিসির ভোটিং একাডেমি ও ক্রিকেট সমর্থকদের যৌথ ভোটে নির্বাচন করা হয় মাসের সেরা ২ ক্রিকেটার। ভোটিং একাডেমিতে রয়েছেন জ্যেষ্ঠ ক্রীড়া সাংবাদিক, সাবেক ক্রিকেটার ও ধারাভাষ্যকাররা।
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে ৮২ বলে ৯৪ রান করেন বাবর। এরপরই ১৩ রেটিং পয়েন্ট নিয়ে ক্যারিয়ার সেরা ৮৬৫ পয়েন্টে পা রাখেন তিনি। বিরাট কোহলিকে পেছনে ফেলে হয়ে উঠনে আইসিসির ওয়ানডে ব্যাটসম্যানদের র্যাঙ্কিংয়ের নাম্বার ওয়ান।
এরপর প্রোটিয়াদের বিপক্ষে টি-টুয়েন্টিতে খেলেন পাকিস্তানের হয়ে সর্বোচ্চ ব্যক্তিগত রানের ইনিংস খেলেন। করেন ৫৯ বলে ১২২ রান। জিম্বাবুয়ের বিপক্ষেও টি-টুয়েন্টিতেও সফল।
এদিকে নারীদের এপ্রিল মাসের সেরা হয়েছেন হিলি। তিনি পেছনে ফেলেন স্বদেশি পেসার মেগান শুট ও নিউ জিল্যান্ডের অফ স্পিনার লি ক্যাসপারেককে। নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে তিনি ৫১.৬৬ গড় ও ৯৮.৭২ স্ট্রাইক রেটে তুলেন ১৫৫ রান।
প্রথম তিন মাসে সেরা পুরুষ ক্রিকেটার তিনজনই ভারতের। জানুয়ারিতে রিশাভ পান্ত, ফেব্রুয়ারিতে রবিচন্দ্রন অশ্বিন ও মার্চে ভুবনেশ্বর কুমার।
Discussion about this post