ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
বিরল সব কীর্তি গড়েছেন তিনি। ২০১৯ বিশ্বকাপে ৮ ইনিংস খেলে ৮৬.৫৬ গড়ে আর ৯৬.০৩ স্ট্রাইক রেটে করেছেন ৬০৬ রান। এখানেই শেষ নয়, বল হাতে নিয়েছেন ১১টি উইকেট। বিশ্বকাপ ইতিহাসের সেরা অলরাউন্ড নৈপুন্য। এর আগে ১০ উইকেটের পাশে ৪০০ রানও বিশ্বকাপে ছিল না কারও। এমন কীর্তির পর এবার আরেকটি স্বীকৃতি পেলেন সাকিব আল হাসান।
সেই সাফল্যের পর সাকিব আইসিসি থেকে স্বীকৃতি পেলেন সাকিব। সোমবার আন্তর্জাতিক ক্রিকেটের সর্বোচ্চ সংস্থাটির ঘোষিত বিশ্বকাপের সেরা একাদশে জায়গা করে নিয়েছেন টাইগার এ অলরাউন্ডার।
ব্যাট হাতে দারুণ খেলার পাশাপাশি সাকিব গড়টাও (৮৬.৫৭) নিয়ে গেছেন শীর্ষে। বিশ্বকাপ ইতিহাসে এ বাঁহাতি ১০০০ রান ও ৩০ উইকেট নিয়ে অনন্য রেকর্ডও গড়েন। তারপরও এ বাঁহাতি পারেননি বিশ্বকাপের সেরা খেলোয়াড় হতে। তবে ঠিকই এ টুর্নামেন্টের সেরা একাদশে জায়গা করে নিয়েছেন তিনি। তার এ সাফল্য দেশের ক্রিকেটের জন্য অনেক বড় পাওয়া বটে।
২০১৯ বিশ্বকাপ একাদেশ জায়গা পেয়েছে ইংল্যান্ডের চার, নিউজিল্যান্ড, ভারত ও অস্ট্রেলিয়ার দুজন করে। এদিকে এ তালিকায় বাংলাদেশ থেকে শুধু রয়েছেন সাকিব।
আইসিসির পাঁচ সদস্যের কমিটি বিশ্বকাপের সেরা একাদশ গঠন করেছে। ইয়ান বিশপ, ইয়ান স্মিথ ও ইশা গুহ এবং ক্রিকেট লেখক লরেন্স বুথ এই কমিটিতে রয়েছেন। আর আহ্বায়কের দায়িত্ব পালন করেন আইসিসির কর্মকর্তা জিওফ অ্যালারডাইস। তারায় সাকিবকে বিশ্বকাপের সেরা একাদশের চারে রেখেছেন।
২০১৯ বিশ্বকাপের সেরা একাদশ-
জেসন রয়, বেন স্টোকস, জোফরা আর্চার, জো রুট (ইংল্যান্ড), রোহিত শর্মা, জাসপ্রিত বুমরাহ (ভারত), কেন উইলিয়ামসন (অধিনায়ক), লাকি ফার্গুসন (নিউজিল্যান্ড), সাকিব আল হাসান (বাংলাদেশ), অ্যালেক্স ক্যারি ও মিচেল স্টার্ক (অস্ট্রেলিয়া)।
Discussion about this post