ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
বাংলাদেশের দুই আম্পায়ারের জন্য সুখবর। আন্তর্জাতিক ক্রিকেটেও আম্পায়ারিংয়ের অনুমতি মিলল গাজী সোহেল ও তানভীর আহমেদের। আইসিসির প্যানেলভুক্ত আম্পায়ার হিসেবে নির্বাচিত হয়েছেন এ দুজন। ঘরোয়া ক্রিকেটের এই দুই আম্পায়ার এখন আইসিসির প্যানেলভুক্ত আম্পায়ার।
২০১৮-১৯ মৌসুমে গাজী সোহেল আর তানভীরকে প্যানেলে নির্বাচিত করেছে বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা আইসিসি। ২০১৮-১৯ মৌসুমের জন্য আইসিসির প্যানেলে রয়েছেন মোট ৪ আম্পায়ার। তারা হলেন শরফুদ্দৌলা ইবনে শহীদ, তানভীর আহমেদ, মাসুদুর রহমান মুকুল ও গাজী সোহেল। আইসিসির পূর্ণ সদস্যপদের প্রায় প্রতিটি দেশ থেকে চারজন আম্পায়ারকে প্যানেলভুক্ত করা হয়েছে।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আসন্ন টি-টুয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচে আম্পায়ার হিসেবে আন্তর্জাতিক পর্যায়ে সোহেলের অভিষেক হবে। ২০ ডিসেম্বরের এই ম্যাচের অপেক্ষায় তিনি।
আইসিসির প্যানেলভুক্ত হয়ে আন্তর্জাতিক ম্যাচ পরিচালনা করতে খুব বেশি অপেক্ষা করতে হবে না গাজী সোহেলকে। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আসন্ন টি-টুয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচে মূল আম্পায়ারের দায়িত্ব পালন করবেন তিনি। যার মানে দাঁড়ায় ১৯ ডিসেম্বর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়ে যাবে গাজী সোহেলের।
ক্যারিবীয়দের বিপক্ষে ওয়ানডে সিরিজের তিন ম্যাচে আর টি-টুয়েন্টি সিরিজের প্রথম ও তৃতীয় ম্যাচে চতুর্থ আম্পায়ার হবেন গাজী সোহেল। রোববার শুরু দুই দিনের প্রস্তুতি ম্যাচেও আরেক আইসিসি প্যানেলভুক্ত আম্পায়ার মাসুদুর রহমান মুকুলের সঙ্গে দ্বায়িত্ব পালন করবেন তিনি।
Discussion about this post