ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
গত জুনে নিজ ইচ্ছায় আইসিসির চেয়ারম্যান পদ থেকে শশাঙ্ক মনোহর ইস্তফা দেন। মূলত এরপর থেকেই জল্পনা চলছে কে হবেন সংস্থাটির নতুন চেয়ারম্যান? যদিও শুরু থেকেই এ পদে বসতে এগিয়ে রয়েছেন বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলি।
সোমবার আইসিসি বিবৃতি দিয়েছে, পরবর্তী চেয়ারম্যান পদপ্রার্থীদের নাম জমা দেবার চূড়ান্ত তারিখ ১৮ অক্টোবর। এমনকি সেই বিবৃতিতে বলা হয়েছে, আইসিসির অডিট কমিটির স্বতন্ত্র এক চেয়ারম্যানই নির্বাচন সংক্রান্ত পুরো বিষয়টি খতিয়ে দেখবে। কীভাবে হবে নির্বাচন সে বিষয়ে কিছু স্পষ্ট করা হয়নি। তবে আইসিসি জানিয়ে দিয়েছে, চলতি বছরের ডিসেম্বর থেকেই নতুন চেয়ারম্যান কাজ শুরু করবেন।
আইসিসির চেয়ারম্যান হতে হলে ১৭ জন আইসিসি বোর্ড মেম্বারদের মধ্যে দুই-তৃতীয়াংশ ভোট পেতে হবে। যদিও সংবাদসংস্থা পিটিআই সূত্রে জানা গিয়েছে নির্বাচন জিতলে ৯ জনের ভোট পেলেই যথেষ্ট।
আইসিসির নিয়ম অনুযায়ী নির্বাচনে অংশ নিতে হলে একজন পদপ্রার্থীকে বর্তমান অথবা প্রাক্তন আইসিসি ডিরেক্টেরের কাজের সঙ্গে যুক্ত থাকতে হবে। আইসিসির এই নিয়মে চেয়ারম্যান পদের জন্য বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলি অনায়াসেই নাম জমা দিতে পারেন।
কুমার সাঙ্গাকারা থেকে গ্রেম স্মিথের মতো প্রাক্তন ক্রিকেটাররাও চাইছেন সৌরভই হোক আইসিসি চেয়ারম্যান। এদিকে আইসিসির নতুনও কিন্তু তাকেই এগিয়ে রাখছে।
Discussion about this post