ক্রিকবিডি২৪.কম রিপোর্ট কম
আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) সদর দপ্তরে এবার হানা দিয়েছে করোনাভাইরাস। দুবাইয়ের এ কার্যালয়ে কর্মরত কয়েকজন স্টাফ এরইমরেধ্য করোনায় পজেটিভ হয়েছেন। সতর্কতা হিসেবে বন্ধ করে দেয়া হয়েছে বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ সংস্থাটির সদর দপ্তর।এজন্য সবাইকে বাসা থেকে অনলাইনে কাজ করতে বলা হয়েছে।
পুরো আইসিসি সদর দপ্তর এলাকা ভাইরাস মুক্ত করার জন্য জীবাণুনাশক ছিটনোর নির্দেশ দেওয়া হয়েছে। এই দপ্তরে কর্মরত সবাইকে যথাযথ স্বাস্থ্য সুরক্ষা বিধি মেনে চলার নতুন আদেশ জারি করা হয়েছে।
আইসিসি’র যেসব স্টাফ করোনায় পজিটিভ হয়েছেন বিধি মোতাবেক তাদের সবাইকে কোয়ারেন্টিনে রাখা হয়েছে।
Discussion about this post