দুই সংস্কৃতির মধ্যে বন্ধুতা হতে পারে। কিন্তু এক ছাদের নীচে সংসার? সমালোচকরা ভ্রু কুচকে বলেছিলেন, ’এ সম্পর্ক টিকবে না।’ তারওপর দুজনই সেলেব্রিটি, ব্যাক্তিত্বের লড়াইতো থাকছেই।
কিন্তু ভালবাসার কাছে জাতি, ধর্ম আর সংস্কৃতি কোনটাই বাধার প্রাচীর তুলে দাড়াতে পারে না। তাইতো গ্রায়েম স্মিথ আর মোর্গান ড্যান এখন সুখী দম্পতি। একজন দক্ষিণ আফ্রিকার টেস্ট অধিনায়ক। অন্যজন আইরিশ গায়িকা।
এখন অবশ্য স্মিথ চাইলেই চাইলেই আয়ারল্যান্ডের হয়েও খেলতে পারবেন! না, বিস্মত হবেন না।
ঘটনা হল স্মিথ এখন আইরিশও। এইতো দিনকয়েক আগে এ দেশটির নাগরিকত্ব পেয়ে গেলেন তিনি। এজন্য অবশ্য আবেদন করতে হয়নি এই তারকা ক্রিকেটারটিকে। দুই বছর আগে বিয়ে করেছিলেন আয়ারল্যান্ডের গায়িকা ড্যানকে। তার কল্যাণেই মিলল এই নাগরিকত্ব।
এমন দ্বৈত নাগরিত্ব পেয়ে অবশ্য খুশি স্মিথ । কিন্তু কিছুতেই আয়ারল্যান্ডে আবাস গড়তে চাইছেন না। বসবাসের জন্য, নিজের দেশ দক্ষিণ আফ্রিকাকেই প্রথম পছন্দ মানছেন তিনি। এ নিয়ে অবশ্য আপত্তি নেই তার স্ত্রীরও।
সুখে থাকতে গেলে যে অনেক কিছুই ছাড় দিতে হয়।
Discussion about this post