বাংলাদেশ দল যা করতে চাইছে তাই যেন হয়ে যাচ্ছে। ঘরের মাঠে আয়ারল্যান্ডকে হোয়াইটওয়াশ করার মিশন সাকসেসফুল! তিন ম্যাচ সিরিজে এবারই প্রথম প্রতিপক্ষকে হোয়াইওয়াশ করার অনন্য কীর্তি গড়ল বাংলাদেশ নারী ক্রিকেট দল। আজ সোমবার সিরিজের তৃতীয় ওয়ানডেতেও ধরা দিল অনায়াস জয়। আইরিশদের বিপক্ষে বাংলাদেশ জিতল ৭ উইকেটে।
মিরপুরের শেরেবাংলা স্টেডিয়ামে প্রথমে ব্যাটিংয়ে নেমে আয়ারল্যান্ড অলআউট হয়ে তুলে ১৮৫ রান। জবাব দিতে নেমে ৩৭.৩ ওভারে ৭ উইকেট হাতে রেখে জয়ের বন্দরে পা রাখে মেয়েরা।
শারমিন আক্তার সুপ্তা খেললেন আরও একটি অসাধারণ ইনিংস। গোটা সিরিজেই নিজেকে আলাদা করে চেনালেন ১৬ মাস পর দলে ফেরা এই ব্যাটার। টানা তৃতীয় ইনিংসে হাফসেঞ্চুরি তুলে নিলেন ফারজানা আক্তার। তাদের রেকর্ডগড়া জুটিতেই ৭৫ বল বাকি থাকতেই হেসে-খেলে জয়!
আগামী বছরের ভারতে ওয়ানডে বিশ্বকাপে সরাসরি খেলার আশা বাঁচিয়ে রাখতে এই সিরিজে পূর্ণ ছয় পয়েন্ট জরুরি ছিল বাংলাদেশের। সেই লক্ষ্যটা ঠিকঠাক পূরণ করে নিয়েছে টাইগ্রেসরা। এনিয়ে তৃতীয়বার কোনো দলকে হোয়াইটওয়াশ করল বাংলাদেশ। তবে তিন ম্যাচ সিরিজে এই প্রথম প্রতিপক্ষকে ধবল ধোলাই করল তারা।
শারমিন এদিন ৮৮ বলে খেলেন ৭২ রানের ইনিংস। বনে যান ম্যাচের সেরা। ৩ ম্যাচ ওয়ানডে সিরিজে ৭০.৩৩ গড়ে তার রান ২১১ রান। এই প্রথম বাংলাদেশের কোনো ব্যাটার এক সিরিজে দুইশর বেশি রান তুললেন।
ফারজানা হক তিন ম্যাচেই ফিফটি করে সিরিজে করলেন ১৭২ রান। সিরিজসেরা তিনিই।
এবার টাইগ্রেসদের সঙ্গে আইরিশদের তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। সিলেটে সিরিজের প্রথম ম্যাচ আগামী ৫ ডিসেম্বর এবং দ্বিতীয় ও তৃতীয় ম্যাচ যথাক্রমে ৭ ও ৯ ডিসেম্বর।
সংক্ষিপ্ত স্কোর-
আয়ারল্যান্ড: ৫০ ওভারে ১৮৫/১০ (ফোর্বস ৫, লুইস ৫২, হান্টার ২৩, প্রেন্ডারগাস্ট ২৭, পল ৯, রেমন্ড-হোয়ি ৬, কেলি ১৮, ডালজেল ১৯, মারে ১৩, সারজেন্ট ৭*, ম্যাগুয়েইর ৩; মারুফা ৫-০-১০-০, সুলতানা ১০-২-২৯-২, নাহিদা ১০-০-৫৫-২, রাবেয়া ১০-০-২৭-১, ফাহিমা ১০-০-৪৩-৩, স্বর্ণা ৪-০-১৫-১, রিতু ১-০-৬-০)
বাংলাদেশ: ৩৭.৩ ওভারে ১৮৬/৩ (ফারজানা ৬২,, মুর্শিদা ৮, শারমিন ৭২, নিগার ১৮*, সোবহানা ৭*; প্রেন্ডারগাস্ট ৫-০-১৭-১, সারজেন্ট ৭-০-৩৬-০, মারে ৬-০-৪২-০, কেলি ৫.৩-১-২০-০, ডালজেল ৫-০-২২-০, ম্যাগুয়েইর ৮-০-৩৮-২, ফোর্বস ১-০-১০-০)
ফল: বাংলাদেশ ৭ উইকেটে জয়ী
সিরিজ: তিন ম্যাচের সিরিজ ৩-০তে জয়ী বাংলাদেশ
ম্যাচসেরা: শারমিন আক্তার
সিরিজসেরা: ফারজানা হক
Discussion about this post