নারী বিশ্বকাপের মূল পর্বে উঠার লড়াইয়ে দাপটে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। বাছাইয়ের সুপার সিক্স পর্ব জয়ে শুরু করল রুমানা আহমেদের দল। ম্যাচে জাহানারা আলম ও শারমিন আক্তারের দুর্দান্ত নৈপুন্য আয়ারল্যান্ডের বিপক্ষে ৭ উইকেটের অনায়াস জয় এনে দেয় টাইগ্রেসদের।
বুধবার কলম্বো ক্রিকেট ক্লাব মাঠে টস জিতে বাংলাদেশের নারীরা। রুমানা প্রথমে ব্যাটিংয়ে পাঠান আইরিশদের। তারা ৪৭.১ ওভারে ১৪৪ রানে অলআউট হয়। জবাব দিতে নেমে ৩৯.১ ওভারে ৩ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় বাংলাদেশ।
আয়ারল্যান্ডকে এতো কম রানে আটকে দিতে বড় ভূমিকা রাখেন দুই পেসার জাহানারা ও পান্না ঘোষ। মাত্র ২১ রানে ৩ উইকেট নেন জাহানারা। দুটি করে উইকেট নেন পান্না (২/১৬), খাদিজা তুল কুবরা (২/২৬) ও রুমানা (২/৫০)। সালমা খাতুন ২৯ রানে শিকার করেন ১ উইকেট।
ফর্মে থাকা বাংলাদেশের ওপেনার শারমিন সুলতানা এরপর ২২ রান করেন।মাঝে দুটো উইকেট হারালেও দলকে জিতিয়ে মাঠ ছাড়েন ফারজানা হক ও রুমানা। ফারজানা ৩৪ ও রুমানা ২৪ রানে অপরাজিত থাকেন।
শুক্রবার সুপার সিক্সে নিজেদের দ্বিতীয় ম্যাচে প্রতিপক্ষ শক্তিশালী ভারত। তারপর ১৯ ফেব্রুয়ারি স্বাগতিক শ্রীলঙ্কার দলের সঙ্গে লড়াই। নারী বিশ্বকাপের মুল পর্বে জায়গা পেতে হলে সুপার সিক্সে আরও একটি ম্যাচ জিততে হবে বাংলাদেশকে।
Discussion about this post