ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের দ্বিতীয় পর্ব শুরু আগামী ১৯ সেপ্টেম্বর। গত এপ্রিল মাসে ভারতে শুরু হয়ে করোনার কারণে মাঝপথেই বন্ধ হয়ে যায় এই আসর। এবার আইপিএলের বাকি অংশ মাঠে গড়াবে সংযুক্ত আরব আমিরাতে। আইপিএলে অংশ নিতে রোববার মধ্যরাতেই ঢাকা ছেড়েছেন বাংলাদেশ জাতীয় দলের অলরাউন্ডার সাকিব আল হাসান। তবে আরেক টাইগার ক্রিকেটার মুস্তাফিজুর রহমানের অপেক্ষা বাড়ল।
চলতি আইপিএলে বাংলাদেশ থেকে সুযোগ পেলেন সাকিব ও মুস্তাফিজ। সাকিব খেলছেন কলকাতা নাইট রাইডার্সে, মুস্তাফিজ খেলবেন রাজস্থান রয়্যালস। দুজনেরই এক সঙ্গে ঢাকা ছাড়ার কথা ছিল। কিন্তু সাকিব চলে গেলেও মুস্তাফিজ এখনো যেতে পারেননি ভিসা জটিলতার কারণে। তবে সোমবারই যাওয়ার কথা তার।
স্থগিত হওয়া আইপিএলে সাকিব অবশ্য প্লপ। তিন ম্যাচে সুযোগ পেয়ে ব্যাট হাতে করেন ৩৮ রান। বল হাতে নিয়েছেন ২ উইকেট।
নতুন দল রাজস্থানের হয়ে মুস্তাফিজ সফল। সাত ম্যাচ নেন ৮ উইকেট। ১৯ সেপ্টেম্বর আইপিএলে সাকিবের দল কলকাতা মাঠে নামবে আগামী ২০ সেপ্টেম্বর। প্রতিপক্ষ বিরাট কোহলির রয়্যালস চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর।
আইপিএল শেষে দেশে ফেরার সম্ভাবনা নেই সাকিব-মুস্তাফিজের। কারণ মধ্যপ্রাচ্যের দেশটিতেই বসবে এবারের টি-টুয়েন্টি বিশ্বকাপ আসর।
Discussion about this post