ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) এবার দেখা যেতে পারে বাংলাদেশের একাধিক ক্রিকেটার। সাকিব আল হাসানের পাশাপাশি ভারতীয় এই ফ্রাঞ্চাইজি লিগে দেখা যেতে পারে মুস্তাফিজুর রহমান, মাহমুদউল্লাহ রিয়াদ ও মোহাম্মদ সাইফ উদ্দিনকেও।
সর্বোচ্চ ভিত্তি মূল্য ২ কোটি রুপির ক্যাটেগরিতে রয়েছেন সাকিব। বাঁহাতি পেসার মুস্তাফিজের ভিত্তি মূল্য ধরা হয়েছে ১ কোটি রুপি। স্পিনিং অলরাউন্ডার মাহমুদউল্লাহ ৭৫ লাখ রুপি ভিত্তি মূল্যের ক্যাটেগরিতে রয়েছেন। ৫০ লাখের ক্যাটেগরিতে পেস বোলিং অলরাউন্ডার সাইফ।
প্রাথমিকভাবে আইপিএল নিলামে নিবন্ধন করেন মোট ১১১৪ ক্রিকেটার। তারপর ৮ ফ্র্যাঞ্চাইজির আগ্রহ আছে যে ক্রিকেটারদের নিয়ে, তাদের নিয়ে নিলামের চূড়ান্ত তালিকায় রাখা হয়েছে ২৯২ জন ক্রিকেটারকে।
ভারতের ক্রিকেটার ১৬৪ জন আছেন তালিকায়। বিদেশি ক্রিকেটার ১২৮ জন। বাংলাদেশের সৌম্য সরকার নিবন্ধন করেছিলেন। কিন্তু চূড়ান্ত তালিকায় নেই তার নাম।
পরিস্থিতি যা দেখা যাচ্ছে ১২৮ জন বিদেশি ক্রিকেটারের অন্তত ১০৬ জনই দল পাবেন না।
সানরাইজার্স হায়দরাবাদ ও চেন্নাই সুপার কিংস মাত্র ১ জন করে বিদেশি ক্রিকেটার নিতে পারবে। সর্বোচ্চ ৫ জন নিতে পারবে কিংস ইলেভেন পাঞ্জাব, ৪ জন করে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ও মুম্বাই ইন্ডিয়ান্স। ভারতীয় ১৬৪ ক্রিকেটারের মধ্যে দল পাবেন ৬১ জন।
আসছে বৃহস্পতিবার বাংলাদেশ সময় দুপুর সাড়ে ৩টায় চেন্নাইয়ে শুরু হবে আইপিএলের নিলাম। এপ্রিল-মে মাসে অনুষ্ঠিত হতে পারে এবারের আইপিএল।
Discussion about this post