ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) থেকে বাংলাদেশি পেসার মুস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ার ঘটনায় দেশীয় ক্রিকেটে তৈরি হয়েছে ব্যাপক আলোচনা ও প্রতিক্রিয়া। এই সিদ্ধান্তের ফলে আসন্ন বিপিএলে কলকাতা নাইট রাইডার্সের হয়ে মাঠে নামার সুযোগ হারিয়েছেন মুস্তাফিজ। একই সঙ্গে ভারতের মাটিতে অনুষ্ঠেয় আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশগ্রহণ নিয়েও নতুন করে ভাবতে শুরু করেছে বাংলাদেশ।
ঘটনার পরিপ্রেক্ষিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের কাছে বিকল্প ভেন্যুর আবেদন জানায়। পাশাপাশি বাংলাদেশে আইপিএল সম্প্রচার বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়। এ বিষয়ে প্রতিকার চেয়ে আইসিসির কাছে আনুষ্ঠানিক চিঠিও পাঠিয়েছে বিসিবি। এসব সিদ্ধান্ত দেশের ক্রিকেটাঙ্গনে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।
এই পরিস্থিতিতে জাতীয় দলের তরুণ পেসার তানজিম হাসান সাকিব আইপিএল নিয়ে নিজের অবস্থান তুলে ধরেন। মঙ্গলবার সিলেটে অনুশীলন শেষে গণমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি জানান, ভবিষ্যতে আইপিএলে নাম দেওয়ার আগে ক্রিকেটাররা আরও সচেতনভাবে সিদ্ধান্ত নেবেন। মুস্তাফিজকে বাদ দেওয়ার সুনির্দিষ্ট কারণ তাদের জানা নেই বলেও মন্তব্য করেন তিনি।
তানজিম বলেন, বিষয়টির পেছনে রাজনৈতিক কোনো ইস্যু থাকতে পারে, তবে ক্রিকেটের সঙ্গে রাজনীতির সংযোগ তিনি সমর্থন করেন না। খেলোয়াড় হিসেবে আইপিএলে খেলার আগ্রহ থাকলেও, ভবিষ্যতে এমন লিগে অংশগ্রহণের আগে দেশের বোর্ড ও এজেন্টের সঙ্গে আলোচনা করেই সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান তিনি। তার বক্তব্যে স্পষ্ট, সাম্প্রতিক ঘটনাগুলো বাংলাদেশি ক্রিকেটারদের আইপিএল নিয়ে নতুন করে ভাবতে বাধ্য করেছে।










Discussion about this post