ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) খেলতে আর কোন বাধা নেই মুস্তাফিজুর রহমানের। শনিবার এ টুর্নামেন্ট মাতানোর ছাড়পত্র পেয়েছেন তিনি। ব্যাপারটি সংবাদমাধ্যমে নিশ্চিত করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সিইও নিজামউদ্দিন চৌধুরী সুজন।
এবারের আইপিএলে মোস্তাফিজ খেলবেন রাজস্থান রয়্যালসের হয়ে। দলটি তাকে নিলামের মাধ্যমে কিনে নিয়েছে ১ লাখ রুপিতে। মুস্তাফিজের আইপিএল ছাড়পত্র পাওয়ার ব্যাপারে শনিবার বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন জানিয়েছেন, ‘মোস্তাফিজকেও ছাড়পত্র দেওয়া হয়েছে।’ আবার প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু মিডিয়াকে জানিয়েছেন, মুস্তাফিজকে ছাড়পত্র দেয়ার বিষয়টি। তিনি বলেন, ‘শ্রীলঙ্কার বিপক্ষে মোস্তাফিজ টেস্টের পরিকল্পনায় নেই। এই কারণে আমরা তাকে আইপিএলের জন্য অনাপত্তিপত্র দিয়েছি। সেখানে (ভারতে) খেলা তার জন্য ভালো হবে, আরও কিছু অভিজ্ঞতা হবে।’
১৪তম আইপিএলের পর্দা উঠবে আগামী ৯ এপ্রিল। উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে মুম্বাই ইন্ডিয়ান্স এবং রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু। তবে ১২ এপ্রিল মাঠে নামবে রাজস্থান। প্রতিপক্ষ পাঞ্জাব কিংস।
Discussion about this post