ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
আগামী বছর ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) নিষেধাজ্ঞার কারণে খেলা হবে না সাকিব আল হাসানের। তবে বাংলাদেশ থেকে এ টুর্নামেন্টে মাঠ মাতানোর সুযোগ পেতে পারেন মাহমুদউল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিম ও লিটন কুমার দাস। এরইমধ্যে ক্রিকেটের জনপ্রিয় ওয়েবসাইট ক্রিকইনফো একটি প্রতিবেদনে জানিয়েছে, এ টুর্নামেন্টের নিলামে উঠছেন তারা।তাদের দলে ভেড়াতেও নাকি মোটামুটি তৈরি তিন ফ্রাঞ্চাইজি।
কলকাতায় আগামী ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত হবে আগামী বছরের আইপিএলের নিলাম। সে তালিকায় রয়েছেন মুশফিকুর রহিম। জাতীয় দলের হয়ে ১৪ বছর ধরে খেলছেন তিনি। ইতিমধ্যে ৬৭ টেস্ট, ২১৬টি ওয়ানডে আর ৮১টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন। এ তারকা ক্রিকেটারকে বিরাট কোহলির দল রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু নিলামে নেয়ার যথেষ্ট সম্ভাবনা রয়েছে।
মুশফিক ছাড়াও আইপিএলে নিলামে রয়েছেন মাহমুদউল্লাহ রিয়াদ। এ তারকা গত একযুগ খেলছেন বাংলাদেশ দলে। এরইমধ্যে ৪৬ টেস্ট, ১৮৫ ওয়ানডে আর ৮০টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন। শুধু তাই নয়, ২০১৫ সালের বিশ্বকাপে প্রথম বাংলাদেশি ক্রিকেটার হিসেবে ব্যাক টু ব্যাক সেঞ্চুরি করে দেশকে প্রথমবার কোয়ার্টার ফাইনালে খেলার পেছনে বড় ভূমিকা রাখেন। টি-টোয়েন্টি ফ্রাঞ্চাইজি ক্রিকেটে বিপিএলে খুলনা টাইটানসের নেতৃত্ব দেয়া রিয়াদ দেশের বাইরে খেলেছেন পাকিস্তান সুপার লিগে কোয়েটা গ্ল্যাডিয়েটরস এবং ক্যারিবীয়ান প্রিমিয়ার লিগে জ্যামাইকা তালাওয়াসের হয়ে। জাতীয় দলের এ তারকা ক্রিকেটারকে আসন্ন আইপিএলে দিল্লি ক্যাপিটালস নক করতে পারে।
বাংলাদেশ থেকে তিন নম্বর খেলোয়াড় হিসেবে এবার আইপিএলের নিলামে উঠতে পারেন লিটন কুমার দাস। এখন পর্যন্ত দেশের জার্সিতে এ ডানহাতি তারকা খেলেছেন ১৬ টেস্ট, ৩৩ ওয়ানডে আর ২২টি টি-টোয়েন্টি ম্যাচ। ২৫ বছর বয়সী বাংলাদেশ দলের এ তারকা ওপেনারকে আসন্ন আইপিএলের নিলাম থেকে মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বাধীন চেন্নাই সুপার কিংস টানতে পারে।
Discussion about this post