ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
সাকিব আল হাসান ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) খেলার জন্য নিজেকে সরিয়ে নিয়েছেন শ্রীলঙ্কা বিপক্ষে সিরিজের দল থেকে। এপ্রিলে মাঠে গড়াবে আইপিএলের ১৪তম আসর। সে সময় আইপিএল খেলতে যেতে চান বিশ্বসেরা অলরাউন্ডার। এজন্য শ্রীলঙ্কা সফরের দলে তাকে বিবেচনা না করতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কাছে অনুরোধ জানালেন তিনি। বোর্ড ছুটি দিচ্ছে সাকিবকে। এই সময়টাতে কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলতে চান সাকিব। ৩ কোটি ২০ লাখ রুপি দিয়ে দলে টানে কেকেআর।
একইভাবে এবারের আইপিএলে দল পেয়েছেন মুস্তাফিজুর রহমানও। নিলামে তার ভিত্তিমূল্য ছিল ১ কোটি রুপি (১ কোটি ১৭ লাখ টাকা)। সে দামেই তাকে দলে টেনেছে রাজস্থান রয়্যালস। তাকেও কি ছুটি দেবে বিসিবি?
জানা গেল, মুস্তাফিজও সাকিবের সঙ্গে ১৪তম আইপিএলে দল পাওয়া মুস্তাফিজুর রহমানও ছুটি চাইলে তাকে আটকানো হবে না বলে জানালেন, ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান আকরাম খান। তিনি বলেন ‘টেস্ট খেলতে চায় না এমন কোনও ক্রিকেটারকে বোর্ড আটকাবে না। সাকিব ছুটি চেয়ে পেয়েছে। মুস্তাফিজ ছুটি চাইলে দেওয়া হবে তাকেও।’
আকরাম আরও বলেন, ‘দেখুন, আমরা কাউকে জোর করবো না। এটা নিয়ে বোর্ড সভাপতির সঙ্গে আলোচনা হয়েছে আমাদের। একই নির্দেশনা দিয়েছেন তিনিও। টেস্ট খেলতে আগ্রহী নয়, এমন কাউকেই আমরা ভবিষতেও ভাববো না।’
এবারের আইপিএলে সাকিব ফিরছেন কলকাতা নাইট রাইডার্সে। ৩ কোটি ২০ লাখ রুপিতে তাকে কিনে নিয়েছে তারা। আর রাজস্থান রয়্যালসে আছেন মুস্তাফিজ।
Discussion about this post