ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
গতবার মেয়েদের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) খ্যাত টুর্নামেন্টে বল হাতে চমক দেখিয়েছিলেন তিনি। এবারও তেমনই দাপট জাহানারা আলমের। শারজায় বাংলাদেশের এই তারকা পেসার প্রথম ম্যাচে নেমেই পেলেন সাফল্য।
৮ মাস পর ম্যাচ খেলতে নেমে ভারতের উইমেন টি-টুয়েন্টি চ্যালেঞ্জে এবার প্রথম ম্যাচে দুটি উইকেট শিকার করলেন বাংলাদেশের এই পেসার। বুধবার ভেলোসিটির হয়ে সুপারনোভাসের বিপক্ষে ৪ ওভারে ২৭ রান দিয়ে ২টি উইকেট নেন জাহানারা।
প্রতিপক্ষের সেরা দুই ব্যাটারের উইকেট তুলে নেন তিনি। দারুণ খেলতে থাকা চামারি আতাপাত্তুর উইকেটে শুরু জাহানারার। নিজের শেষ ওভারে আউট করেন প্রতিপক্ষের সেরা বোলার হারমানপ্রিত কাউরকে।
বুধবার এ ম্যাচেই শুরু উইমেন টি-টুয়োন্টি চ্যালেঞ্জের তৃতীয় আসর। মেয়েদের আইপিএল হিসেবে এটিকে পরিচিত করতে চাইছে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড। আর এখানেই গতবারের মতো দাপট জাহানারার।
গত ফেব্রুয়ারিতে টি-টুয়েন্টি বিশ্বকাপের পর এবারই প্রথম ম্যাচ খেলতে নামেন জাহানারা। তারপরও লাইন-লেংথ দুর্দান্ত থাকল। এই পেসারকে বেশ সমীহ করল প্রতিপক্ষের বোলাররা।
ম্যাচে জাহানারার পাশাপাশি দুটি উইকেট তুলেছেন ভেলোসিটির নিউজিল্যান্ডের অফ স্পিনার লি কাসপারেক। ৩ উইকেট নিয়ে দলের সফলতম বোলার বাঁহাতি স্পিনার একতা বিশ্ট।
সব মিলিয়ে টস হেরে ব্যাটিংয়ে নামা সুপারনোভাসের করেছে ২০ ওভারে ৮ উইকেটে ১২৬ রান।
এই আসরে এবার বাংলাদেশের আরেক ক্রিকেটার সালমা খাতুন রয়েছেন ট্রেইলব্লেজার্স দলে। বৃহস্পতিবার সালমাদের দলের মুখোমুখি হবে জাহানারাদের দল।
Discussion about this post