ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) খেলতে মুখিয়ে থাকেন বিশ্বের তাবড় ক্রিকেটাররা। কিন্তু এ টুর্নামেন্টে খুব বেশি সুযোগ পান না বাংলাদেশের ক্রিকেটাররা। তবুও মাহমুদুল্লাহ রিয়াদের দল না পাওয়াটা দুর্ভাগ্যের বিষয় বলে মনে করেন তামিম ইকবাল।
এখন পর্যন্ত আইপিএলের ১২টি আসর শেষ হয়েছে। করোনার প্রাদুর্ভাবে থমকে গেছে টুর্নামেন্টটির ১৩তম আসর। তবে এবারের টুর্নামেন্টে কোনো বাংলাদেশি ক্রিকেটারের উপস্থিতি থাকছে না।
বাংলাদেশ থেকে আইপিএল শুধুমা্ত্র সাকিব আল হাসান মোস্তাফিজুর রহমান একাধিকবার খেলার সুযোগ পেলেও এক আসর পর আর দল পাননি মাশরাফি বিন মুর্তজা, আব্দুর রাজ্জাক, মোহাম্মদ আশরাফুলরা। পুনে ওয়ারিয়র্সের হয়ে আইপিএলে খেলার সুযোগ আসলেও কোনো ম্যাচেই একাদশে জায়গা পাননি তামিম। তবে নিজে না পেলেও টি-টোয়েন্টি ফরম্যাটে বর্তমান ফর্ম বিবেচনায় রিয়াদের আইপিএলে দল পাওয়া উচিত বলে মনে করেন বাঁহাতি এই ওপেনার।
রোববার রিয়াদের সাথে ইনস্টাগ্রাম লাইভ আড্ডায় তামিম বলেন, ‘সত্যি বলতে আপনি আইপিএলে খেলাটা প্রত্যাশা করেন। আমি আপনাকে আগেও বলেছি রিয়াদ ভাই। এটা আমি অনুভব্ করি। বিশেষ করে টি-টোয়েন্টি ক্রিকেটে শেষ কয়েক বছর আপনি যেভাবে ব্যাটিং করছেন সেটা দারুণ। আমার কাছে মনে হয়, সেখানে খেলতে না পারাটা আপনার জন্য দুর্ভাগ্যের বিষয়।’
এ ব্যাপারে রিয়াদ বলেন, ‘আইপিএলে খেলা সবারই লক্ষ্য থাকে। সেখানে সবাইই খেলতে চায়। এতো চাকচিক্য, এতো ভালো একটা আসর। আমার মনে হয় এটা বিশ্বের সেরা ফ্র্যাঞ্চাইজি আসর। যদি খেলতে পারতাম অবশ্যই ভালো লাগতো। কারণ সবাই চায় ভালো জায়গায় পারফর্ম করতে। ওরকম সুযোগ আসলে ভালো লাগবে। ওটা নিয়ে মন খারাপ করে তো লাভ নেই । চেষ্টা করতে থাকি।’
Discussion about this post