ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
একটা সময় ওয়ানডেতে ব্যক্তিগত দুই শ রান ভাবায় যেত না। তবে এখন সেটা অনেকটাই গ্রহণযোগ্য। এক রোহিত শর্মাই যে কদিন পর পরই সেটা করে দেখাচ্ছেন। তাই এবার ক্রিকেটের সংক্ষিপ্ত সংস্করণে চোখ রাখতে হচ্ছে। ২০ ওভারের ম্যাচে কোনো ব্যাটসম্যানের দুই শ রান করার স্বপ্নটা তাই জেগে উঠছে সবার মাঝে। ডেভিড হাসির ধারণা, প্রায় অসম্ভব মনে হওয়া এ কাজটা যদি কেউ করতে পারেন, সেটা আন্দ্রে রাসেল।
গত মৌসুমে আইপিএলে অবিশ্বাস্য খেলেছেন রাসেল। বোলার হিসেবে কলকাতা নাইট রাইডার্সের হয়ে ওপেন করেছেন, পেয়েছেন ১১ উইকেট। ব্যাটিংয়ে ১৩ ইনিংসে ৫১০ রান নিয়েছেন ৫৬.৬৬ গড়ে। এমন এক ব্যাটসম্যান যেন ইনিংসের বড় একটা সময় জুড়ে ব্যাট করতে পারে সেটা নিশ্চিত করতে চাইছে কলকাতা। আর এ কারণেই দলের পরামর্শক হাসি ও কোচ ব্রেন্ডন ম্যাককালাম তিনে নামাতে চান রাসেলকে। এ ব্যাপারে হাসি বলেন, ‘যদি দলের ভালো হয় এবং আমাদের সেটা ম্যাচ জেতায়; কেন নয়? যদি আন্দ্রে রাসেল তিনে নামে আর ৬০ বল খেলে, তাহলে হয়তো সে ডাবল সেঞ্চুরি করে বসবে। রাসেলের ক্ষেত্রে যেকোনো কিছুই ঘটতে পারে।’
টি-টোয়েন্টি দুই শ রান সম্ভব কি না সেটা ভবিষ্যৎই বলে দেবে। তবে নাইট রাইডার্সের জন্য রাসেল কতটা গুরুত্বপূর্ণ সেটা আবারও সবাইকে জানিয়ে দিয়েছেন রাসেল নিজেই, ‘অসাধারণ খেলোয়াড়, সেই দলের হৃৎস্পন্দন। আমাদের দারুণ গোছানো একটা দল আছে। সবাই ভিন্ন পজিশনে খেলতে পারে। কিন্তু দলের যদি ভালো হয় তাহলে তার ওপরে নামতে সমস্যা নেই কোনো।’
আগামী ২৩ সেপ্টেম্বর মুম্বাই ইন্ডিয়ানস ম্যাচ দিয়ে কলকাতা নাইট রাইডার্সের এবারের আইপিএল অভিযান শুরু হবে।
Discussion about this post