বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচনে আদালতের আইনি জটিলতা আরেকবার কেটে গেল। জেলা ও বিভাগীয় ক্রীড়া সংগঠকদের সংগঠন ফোরামের কয়েকজন কর্মকর্তা রিট পিটিশন দাখিল করেন। তাদের নির্বাচন সময়সীমা পিছিয়ে দেয়ার আবেদন আপিল বিভাগ নাকচ করে দিয়েছে। এর অর্থ ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ১০ অক্টোবরই নির্বাচন হবে। এছাড়া আপিলে পক্ষভুক্ত হতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাবেক সভাপতি সাবের হোসেন চৌধুরীর আবেদন নথিভুক্ত করা হয়েছে।
রোববার প্রধান বিচারপতি মোজাম্মেল হোসেনের নেতৃত্বে আপিল বিভাগের পাঁচ সদস্যের বেঞ্চ শুনানি শেষে এই আদেশ দিয়েছে। জাতীয় ক্রীড়া পরিষদের পক্ষে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম এ দিন শুনানিতে অংশ নেন। তাকে সহায়তা করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ইকরামুল হক টুটুল।
শুনানিতে মূল রিটের বাদীপক্ষে ছিলেন অ্যাডভোকেট এম আমীর উল ইসলাম। বিসিবির পক্ষে ছিলেন ব্যারিস্টার রফিক-উল হক, ব্যারিস্টার রোকন উদ্দিন মাহমুদ, ব্যারিস্টার ফজলে নুর তাপস, ব্যারিস্টার মেহেদী হাসান চৌধুরী ও শাহ মঞ্জুরুল হক। বিসিবির সাবেক সভাপতি সাবের হোসেন চৌধুরীর পক্ষে ছিলেন এএম আমিন উদ্দিন।
Discussion about this post