বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) শুরু হতে বেশ কিছুদিন বাকী। কিন্তু এখনই শুরু হয়ে গেছে উন্মাদনা। দলে ক্রিকেটার টানতে ব্যস্ত ফ্রাঞ্চাইজিরা। এরইমধ্যে শোনা যাচ্ছে । এবারের আসরে দল বেড়ে হবে আটটি। গতবার ছিল সাতটি। নতুন মালিকানায় বিপিএলে ফিরছে সিলেট। দলের নাম হতে যাচ্ছে ‘সুরমা সিক্সেস।
একইসঙ্গে আইকন ক্রিকেটারেও এসেছে নতুন সংযোজন। পুরানো আইকনদের পাশাপাশি এবার যোগ হতে যাচ্ছে নতুন আইকন। মুস্তাফিজুর রহমান উঠে আসছেন সেই তালিকায়। কাটার মাস্টারকে তেমন ইঙ্গিত দেয়া হয়েছে।
সবকিছু ঠিক থাকলে আগামী ৪ নভেম্বর থেকে শুরু হবে বিপিএলের পঞ্চম আসর। গত আসরে বরিশাল বুলসের হয়ে খেলেছেন মুশফিকুর রহীম। দলটির ফ্রাঞ্চাইজি এম এ আউয়াল চৌধুরী ভুলুর সঙ্গে ঝামেলার কারণে নতুন দলে নাম লেখাবেন এই আইকন। শোনা যাচ্ছে রাজশাহীতে ফিরতে পারেন তিনি।
আবার শোনা যাচ্ছে বিপিএলে রাজশাহী কিংস তাদের অধিনায়ক ড্যারেন স্যামিকে এবার পাচ্ছে না। দক্ষিণ আফ্রিকার গ্লোবাল টি-টুয়েন্টি লিগে খেলার কথা রয়েছে তার। সেক্ষেত্রে মুশফিকই হয়তো নেতৃত্ব দেবেন রাজশাহীর।
কুমিল্লায় এবার থাকছেন না আইকন মাশরাফি বিন মুর্তজা। তার জায়গায় দেখা যাবে তামিম ইকবালকে। তার চট্টগ্রাম ছাড়ার খবরটি প্রায় নিশ্চিত। তবে সাকিব আল হাসানকে তার পুরানো ফ্র্যাঞ্চাইজি ঢাকা রেখে দিচ্ছে। মাহমুদউল্লাহ রিয়াদ থাকবেন খুলনা টাইটানসে।
Discussion about this post