মাত্র ৭ ওয়ানডের ক্যারিয়ার। এখনো সব কিছু বুঝে উঠা হয়নি। তারপরও মনে হচ্ছে ক্যারিয়ারের সেরা ইনিংসটা বুঝি খেলে ফেলেছেন কোরি অ্যান্ডারসন। মাত্র ৩৬ বলে সেঞ্চুরি! বিশ্বরেকর্ড।
শ্রীলঙ্কার সাবেক অলরাউন্ডার সনাথ জয়াসুরিয়ার রেকর্ড টিকেছিল মাত্র ছয় মাস। সিঙ্গাপুরে ১৯৯৬ সালের এপ্রিলে পাকিস্তানের বিপক্ষে ওয়ানডেতে ৪৮ বলে তিনি সেঞ্চুরি করেছিলেন। সেই রেকর্ড শ্রীলঙ্কার বিপক্ষেই ভাঙেন আফ্রিদি একই বছরের অক্টোবরে কেনিয়ার নাইরোবিতে। ১০২ রান আফ্রিদি করেছিলেন মাত্র ৩৭ বলে। পাকিস্তান অলরাউন্ডারের সেই রেকর্ড ১৭ বছর পর বুধবার ভেঙে দিলেন নিউজিল্যান্ডের অলরাউন্ডার কোরি অ্যান্ডারসন। কুইন্সটাউনে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিনি সেঞ্চুরি করে গেলেন মাত্র ৩৬ বলে। ৪৭ বলে ১৩১ রানে অপরাজিত থাকেন কিউই অলরাউন্ডার।
অথচ এই ব্যাটসম্যানটির নামই এর আগে শুনেন নি শহিদ আফ্রিদি। যেমনটা বললেন তিনি,-‘আমি বুধবারের আগে অ্যান্ডারসনের নামই শুনিনি। সকালে আমার ভাগ্নে ফোন করে বলল, মামা ওয়ানডেতে তোমার দ্রুততম সেঞ্চুরির রেকর্ডটি ভেঙে গেছে। নতুন বছরের প্রথম দিন সে রেকর্ডটি দখল করেছে নিউজিল্যান্ডের অ্যান্ডারসন। তার সম্পর্কে আমি কিছুই জানতাম না। ভাগ্নেই সব জানিয়েছে।’
অবশ্য অ্যান্ডারসনের প্রশংসা করতে কার্পণ্য করেন নি আফ্রিদি-‘আমি ওর নাম না শুনতে পারি, কিন্তু রেকর্ডের জন্য অ্যান্ডারসনকে অভিনন্দন জানাতেই হবে। এটা দুর্দান্ত রেকর্ড। ৩৬ বলে সেঞ্চুরি ভাবাই যায় না।’
একইসঙ্গে আফ্রিদি জানিয়ে দিলেন,-‘রেকর্ড তো হয় ভাঙার জন্যই। তাই আমিও জানতাম একসময় আমার এ রেকর্ডও ভাঙবে। তবে আশা করেছিলাম অবসর নেওয়ার আগে এ রেকর্ড অক্ষত থাকবে। কারণ রেকর্ডটার জন্য আমি সত্যিই গর্ব অনুভব করতাম। আর এটা পাকিস্তান ক্রিকেটেরও গর্ব ছিল। কারণ রেকর্ডটার কথা উঠলেই আমার সঙ্গে দেশের নামও উঠে আসত। এখন যা উপভোগ করবে অ্যান্ডারসন ও নিউজিল্যান্ড।’
আসলেই সম্মানজনক একটা রেকর্ড হাতছাড়া হয়ে গেল আফ্রিদির!
http://youtu.be/lsphGV0cjrQ
Discussion about this post