হারের শঙ্কা নিয়েই আজ মঙ্গলবার মাঠে নেমেছিল বাংলাদেশ। জয়ের মঞ্চ তৈরি ছিল ওয়েস্ট ইন্ডিজের। জয়ের দ্বারপ্রান্তে স্বাগতিক উইন্ডিজ, তাদের জিততে দরকার ছিল ৩ উইকেট। আর বাংলাদেশের ২২৫ রান। মানে রেকর্ড গড়তে হতো। কিন্তু অ্যান্টিগার স্যার ভিভ রিচার্ডস স্টেডিয়ামে কিছুই করতে পারল না বাংলাদেশ দলের লোয়ার অর্ডার। দিনের খেলা শুরুর ৪০ মিনিটেই জয় নিশ্চিত করে ফেলল উইন্ডিজ।
সিরিজের প্রথম টেস্টে ওয়েস্ট ইন্ডিজ জিতল ২০১ রানে। ২ ম্যাচ টেস্ট সিরিজে ১-০ তে এগিয়ে গেল স্বাগতিকরা।
স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামে আজ শেষ দিনে ৭ ওভারেই শেষ হয়ে ম্যাচ। ৭ উইকেটে ১০৯ রান নিয়ে দিন শুরু করে বাংলাদেশ ২৩ রান যোগ করেই হার মানে। শরিফুল ইসলাম চোটে থাকায় ব্যাট করতে পারলেন না। মাঠে নামলেও পরে রিটায়ার্ড হার্ট হয়ে চলে যান শরিফুল। হাতে ১ উইকেট থাকলেও বাংলাদেশ হার মেনে নিয়ে মাঠ ছাড়ে।
আগের দিন ১ উইকেট হাতে থাকলেও ১৮১ রানে পিছিয়ে থেকে ইনিংস ঘোষণা করেন মেহেদী হাসান মিরাজ। আজ দিনের দ্বিতীয় ওভারেই আলজারি জোসেফ আউট করেন হাসান মাহমুদকে। ১৫ রান নিয়ে দিন শুরু করা জাকের আলিও যেতে পারেননি বেশি দূর। তারপরও ব্যাটসম্যানদের হতাশার টেস্টে বাংলাদেশের সেরা ব্যাটসম্যান ছিলেন জাকের। প্রথম ইনিংসে ৫৩ রান করা ব্যাটার আজ করেন ৩১ রান।
টানা তিন সফরে অ্যান্টিগায় প্রথম টেস্টে হারল টাইগাররা। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টানা পঞ্চম হার এটি।
এবার ৩০ নভেম্বর সিরিজের ২য় ও শেষ টেস্টে উইন্ডিজের সঙ্গে লড়বে বাংলাদেশ দল।
সংক্ষিপ্ত স্কোর-
ওয়েস্ট ইন্ডিজ ১ম ইনিংস: ৪৫০/৯ ডিক্লে.
বাংলাদেশ ১ম ইনিংস: ২৬৯/৯ ডিক্লে.
ওয়েস্ট ইন্ডিজ ২য় ইনিংস: ১৫২/১০
বাংলাদেশ ২য় ইনিংস: ৩৮ ওভারে ১৩২/১০ (জাকের ৩১, হাসান ০, তাসকিন ৪*, শরিফুল ১ আহত আউট; রোচ ৮-১-২০-৩, সিলস ১৩-৩-৪৫-৩, শামার জোসেফ ৬-১-২২-১, আলজারি জোসেফ ৮-১-৩২-২, গ্রেভস ৩-১-১২-০)
ফল: ওয়েস্ট ইন্ডিজ ২০১ রানে জয়ী
সিরিজ: ২ ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে ওয়েস্ট ইন্ডিজ
পরবর্তী টেস্ট: ৩০ নভেম্বর, জ্যামাইকায়
Discussion about this post