বিশ্বের যে প্রান্তেই ফ্রাঞ্চাইজি টি-টুয়েন্টি টুর্নামেন্ট হোক, ডাক মিলবেই সাকিব আল হাসানের। তার অংশ হিসেবেই এখন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) খেলতে গেছেন তিনি। এই ব্যস্ততার মধ্যে টি-টুয়েন্টি ইতিহাসের মাত্র পঞ্চম বোলার হিসেবে ৩০০ উইকেটের মাইলফলকের সামনে বাংলাদেশের এই তারকা ক্রিকেটার। ২৫৪ টি-টুয়েন্টিতে সাকিব নিয়েঠেন ২৯৪টি উইকেট। আর ৬ উইকেট পেলেই ৩০০ উইকেট ক্লাবে পা রাখবেন তিনি।
শনিবার থেকে শুরু হচ্ছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) এগারতম আসর। এবার সাকিব আছেন সানরাইজার্স হায়দরাবাদে।
ইতিহাস জানাচ্ছে টি-টুয়েন্টি ক্রিকেটে সবচেয়ে বেশি উইকেটের মালিক ওয়েস্ট ইন্ডিজের অলরাউন্ডার ডোয়াইন ব্রাভো। ৩৭৫ ম্যাচে তার শিকার ৪১৩টি উইকেট। এরপরই শ্রীলঙ্কার পেসার লাসিথ মালিঙ্গা। যিনি ২৫৬ ম্যাচে নিয়েছেন ৩৪৮ উইকেট। ২৭১ ম্যাচে ৩১৭ উইকেট নিয়ে ৩ নম্বরে ওয়েস্ট ইন্ডিজের অফস্পিনার সুনীল নারিন।
সবাই টপকে যাওয়ার সুযোগটা থাকবে সাকিবের। কারণ লম্বা ক্যারিয়ার পড়ে আছে তার সামনে।
Discussion about this post