ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
সকালে টস ভাগ্যটা সঙ্গে ছিল ওয়েস্ট ইন্ডিজের। এরপর দুপুরটা বাংলাদেশের। কিন্তু শেষ বিকেলে ফের দুশ্চিন্তার কালো মেঘ! ঢাকা টেস্টের প্রথম দিন যে বাংলাদেশের হলো না। দ্বিতীয় টেস্টের প্রথম দিনের খেলা শেষে ওয়েস্ট ইন্ডিজের সংগ্রহ ৫ উইকেটে ২২৩ রান। এনক্রুমা বনার ৭৪ ও জশুয়া দা সিলভা ২২ রানে ব্যাট করছেন।
দিনভর অবশ্য মন্দ বল করেন নি বাংলাদেশের বোলাররা। স্পিনারদের পাশাপাশি দলে ফিরে আবু জায়েদ চৌধুরি রাহী লড়াই করলেন। চট্টগ্রাম টেস্টের একাদশে জায়গা না পাওয়া আবু জায়েদ এবার সুযোগ পেয়েই ৪৬ রান দিয়ে নেন ২ উইকেট। বাঁহাতি স্পিনার তাইজুল ইসলাম ২ উইকেট শিকার করেন ৬৪ রানে।
বৃহস্পতিবার মিরপুরের শেরেবাংলায় টস জিতে ব্যাট করতে নেমে শুরুটা দুর্দান্ত হয় ওয়েস্ট ইন্ডিজের। দুই ওপেনার ক্রেইগ ব্র্যাথওয়েট ও জন ক্যাম্পবেল প্রথম ঘণ্টায় করেন ৫৫ রান। এরপরই নিয়ন্ত্রিত বোলিংয়ে ম্যাচে ফিরে বাংলাদেশ। ক্যাম্পবেলকে ফিরিয়ে দলকে প্রথম সাফল্যের মুখ দেখান তাইজুল। বাঁহাতি স্পিনারের বলে এলবিডব্লিউই হন ক্যাম্পবেল।
দ্বিতীয় সেশনে আবু জায়েদ ও সৌম্য সরকারের বলে পথ খুঁজে পায় বাংলাদেশ দল। ফিরে যান শেন মোজলি। বেশ খেলছিলেন ব্র্যাথওয়েট। স্লিপে নাজমুল হোসেন শান্তর চমৎকার এক ক্যাচে আউট ক্যারিবিয়ান অধিনায়ক। চট্টগ্রাম টেস্টের ডাবল সেঞ্চুরিয়ান মেয়ার্স এবার ফেরেন দ্রুত। জায়েদের অফ স্টাম্পের বাইরে পড়ে আরও বেরিয়ে যাওয়ার মুখে খোঁচা মেরে স্লিপে সৌম্যর হাতে ধরা পড়েন তিনি (৫)।
জার্মেইন ব্ল্যাকউডের সঙ্গে বনারের জুটিতে বেশ জমে যায়। ১০২ বলে পঞ্চাশ স্পর্শ করে এই জুটি। ব্ল্যাকউড ফিরে যান। করেন ২৮ রান। শেষ বিকালে ক্যারিবীয়দের পথ দেখান বনার ও দা সিলভা। তারা গড়েছেন ৪৫ রানের জুটি।
সংক্ষিপ্ত স্কোর-
ওয়েস্ট ইন্ডিজ ১ম ইনিংস: ৯০ ওভারে ২২৩/৫ (ব্র্যাথওয়েট ৪৭, ক্যাম্পবেল ৩৬, মোজলি ৭, বনার ৭৪*, মেয়ার্স ৫, ব্ল্যাকউড ২৮, দা সিলভা ২২*; আবু জায়েদ ১৮-৫-৪৬-২, মিরাজ ২২-৫-৩৯-০, নাঈম ১২-১-৪২-০, তাইজুল ৩০-৫-৬৪-২, সৌম্য ৮-১-৩০-১)।
#১ম দিন শেষে
An unbeaten 45-run stand between Nkrumah Bonner and Joshua Da Silva takes West Indies to 223/5 at stumps on day one. #BANvWI ➡️ https://t.co/dBeaLSIAyM pic.twitter.com/LbBYXZiJKL
— ICC (@ICC) February 11, 2021
Discussion about this post