ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
করোনার কালো থাবায় আপাতত স্থবির ক্রীড়াঙ্গন। যে কারণে অনেকটা অলসতায় বন্দী জীবন কাটাচ্ছে ক্রিকেটারদের। ব্যতিক্রম নয় বাংলাদেশের ক্রিকেটাররা। এরইমধ্যে তারা জেনেছেন, আগামী জুনে অস্ট্রেলিয়া ক্রিকেট দল আসছে না ঢাকায়। মরণ ব্যাধি করোনার কারণে দুই দেশের বোর্ড মিলে আপাতত ঐ সিরিজ স্থগিত করেছে। তাতে অবশ্য ভালোয় হয়েছে টাইগারদের। এমনটাই মনে করেন টেস্ট অধিনায়ক মুমিনুল হক। ক্রিকবাজকে দেওয়া সাক্ষাৎকারে এমনটাই জানিয়েছেন এ বাঁহাতি।
এমনিতেই অস্ট্রেলিয়ার মতো দলের বিপক্ষে সিরিজ খেলার খুব একটা সুযোগ হয় না বাংলাদেশের। তাই তো তাদের বিপক্ষে কাঙ্খিত সিরিজ স্থগিত হয়ে যাওয়া হতাশার। তবে বাংলাদেশ টেস্ট দলের অধিনায়ক মুমিনুল হক এর মধ্যেও খুঁজে নিচ্ছেন ইতিবাচক দিক, ‘আমি সিরিজটা স্থগিত হওয়ায় আমি তেমন একটা হতাশ না। বরং পরবর্তীতে আমাদের পূর্ণ শক্তির দল নিয়ে খেলার দুয়ার খুলে দিয়েছে।’
এখন না হলেও আগামী বছরের জুনে ফের এ সিরিজ মাঠে গড়াতে পারে। যদি তাই হয়, তাহলে ঐ সময় পূর্ণ শক্তির দল পাবে টিম টাইগার্স। এ ব্যাপারে মুমিনুল বলেন, ‘যদি সিরিজটা আগামী বছরে গিয়ে পড়ে তবে আমরা দলে সাকিব ভাইকে ফিরে পাবো। সাকিব ভাই দলে থাকলে এমনিতে সবাই উজ্জীবিত থাকেন। তাকে ছাড়া দলে আমার অতিরিক্ত একজন বাঁ-হাতি স্পিনারের দিকে ঝুঁকতে হয়। একদিন থেকে সিরিজটা বাতিল হওয়া তাই ভালোই বলতে হবে। সিরিজটা যদি আগামী বছরের এপ্রিলে হয় আমরা আরও প্রস্তুত সাকিব ভাইকে পাবো। অধিনায়ক হিসেবে আমি অবশ্যই অস্ট্রেলিয়ার মতো দলের বিপক্ষে আমাদের সেরা ক্রিকেটারকে নিয়ে খেলতে চাই।’
এ বছরের ২৯ অক্টোবর নিষেধাজ্ঞা কাটিয়ে সাকিব ফিরবেন মাঠের ক্রিকেটে। আর তাই মুমিনুল আশা করছেন তাকে নিয়েই আগামী বছর ঘরের মাঠে অজি বধের মিশনে নামবেন। এরআগেও তাকে মাঠের লড়াইয়ে পেতে পারে টিম টাইগার্স। কেননা করোনার কারণে পেছাতে পারে এশিয়া কাপ ও টি-টোয়েন্টি বিশ্বকাপ।
Discussion about this post