ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
বোর্ডার-গাভাস্কার ট্রফির প্রথম প্রথম ম্যাচেই নাস্তানাবুদ হয়েছে ভারত। আড়াই দিনেই বড় ব্যবধানে হারতে হয়েছে দলটির। এরইমধ্যে সফরকারীদের আবার দুঃসংবাদ দিয়েছেন মোহাম্মদ শামি। চোট পেয়ে ছিটকে গেলেন সিরিজের বাকি ম্যাচগুলো থেকে। এজন্য বিরাট কোহলি ছুটিতে যাওয়ার পাশাপাশি, দলের অভিজ্ঞ পেসারকে পাচ্ছে না তারা।
অ্যাডিলেড টেস্টে ৮ উইকেটে হেরেছে ভারত। দ্বিতীয় ইনিংসে মাত্র ৩৬ রানে অলআউট হয়ে যায় দলটি। তবে শেষ ব্যাটসম্যান হিসেবে শামি চোট পেয়ে মাঠ ছাড়েন এবং আর ফিরতে না পারায় নিয়ম অনুযায়ী ভারত অলআউট হয় তখনই।
শনিবার ম্যাচের তৃতীয় দিনে প্যাট কামিন্সের এক বাউন্সার মোকাবেলা করতে গিয়ে হাতে ব্যথা পান শামি। মাঠেই চলে সামান্য প্রাথমিক চিকিৎসা। তবে তাতে লাভ হয়নি। উঠে যেতে হয় মাঠ থেকে। নিজেদের ইতিহাসে সর্বনিম্ন রানের লজ্জার রেকর্ডটাও স্পর্শ করে ফেলে শামি।
এ হারের পরেরদিনই জানা গেল শামির বোর্ডার-গাভাস্কার ট্রফিই শেষ। হাত ভেঙে গিয়েছে এই ডানহাতি পেসারের। ফলে সিরিজের বাকি তিন ম্যাচে আর খেলা হচ্ছে না তার। এ ব্যাপারে এক সূত্র বলেছে, ‘তার হাতে ভাঙন ধরা পড়েছে। এইজন্যই সে আর ব্যাটের গ্রিপ ধরতে পারছিল না এবং কাল আর ব্যাটিংও করতে পারেনি। তখনই দেখে খারাপ অবস্থা মনে হচ্ছিল এবং প্রকৃতপক্ষে খুবই খারাপ অবস্থা হয়েছে।’
অপরদিকে, অধিনায়ক কোহলিও ছুটিতে চলে যাচ্ছেন প্রথম সন্তানের জন্মের সময়ে স্ত্রীর পাশে থাকার জন্য।
Discussion about this post