ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
বিরাট কোহলি যেন ক্যারিয়ারের সেরা সময়টাই কাটাচ্ছেন এখন। ব্যাট হাতে সাফল্য তো মিলছেই। সাফল্য পাচ্ছেন নেতৃত্বেও। অস্ট্রেলিয়ায় রীতিমতো ইতিহাস গড়েছেন তিনি। ভারতের কোন ক্যাপ্টেন হিসেবে প্রথমবারের মতো জিতেছেন টেস্ট সিরিজ। ইতিহাস গড়ে জিতেছেন ওয়ানডে সিরিজও। সেই সাফল্যের রেশ থাকছে নিউজিল্যান্ড সফরেও।
ওয়ানডে সিরিজে টানা তিন ম্যাচে জয় তুলে নিয়েছে ভারত। বে ওভালে সোমবার সিরিজের তৃতীয় ম্যাচে ৭ উইকেটে জিতেছে সফরকারীরা। লক্ষ্য ছিল ২৪৪, অনায়াসেই সেই টার্গেটে পা রাখে দলটি। তারই পথ ধরে নিউজিল্যান্ডের বিপক্ষে ৫ ম্যাচের ওয়ানডে সিরিজ জিতে গেছে সফরকারীরা।
১০ বছর পর কিউইদের মাঠে ওয়ানডে সিরিজ জিতল ভারতীয় দল। দ্বিতীয়বারের মতো এই সাফল্য পেয়েছে। ২০০৮-০৯ নিউজিল্যান্ড সফরে মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে প্রথমবার দ্বি-পাক্ষিক সিরিজ জিতেছিল।
মাউন্ট মঙ্গানুইতে ৫ ম্যাচ ওয়ানডে সিরিজের তৃতীয় ম্যাচে চাপে ছিল নিউজিল্যান্ড। কারণ প্রথম দুই ম্যাচে হেরে পিছিয়ে পড়ে। সিরিজে টিকে থাকতে হলে জিততেই হতো। সিরিজ বাঁচানোর ম্যাচে ব্যর্থ স্বাগতিকরা।
তবে রস টেলর (৯৩) ও টম লাথামের (৫১) ব্যাটে বড় সংগ্রহের ইঙ্গিত দিচ্ছিল কিউইরা। ১০৬ বলে ৯৩ রান করা ব্যাটসম্যানকে আউট করেন মোহাম্মদ শামি। ১২৮ বলে ১১৯ রানের জুটি গড়েন লাথাম-টেলর। টেলর এগোচ্ছিলেন সেঞ্চুরির দিকে। কিন্তু পারেন নি। আর ২৪৩ রান করে কিউইরা।
ভারতের দুই পেসার মোহাম্মদ শামির চেপে ধরেন স্বাগতিকদের। তিনি ৪১ রানে নেন ৩ উইকেট। ভুবনেশ্বর কুমার ৪৬ রানে নেন ২ উইকেট। বেফাঁস মন্তব্যের করে নিষিদ্ধ ছিলেন তিনি। ফিরেই বল হাতে সফল হার্দিক পান্ডিয়া। নেন ২ উইকেট।
জবাবে নেমে রোহিত শর্মা ও কোহলির দাপটে ৪২ বল হাতে রেখেই দল তুলে নেয় জয়। রোহিতের ব্যাটে ৬২ (৭৭ বলে) আর অধিনায়ক কোহলি করেন ৬০ রান (৭৪)। এই দুই ব্যাটসম্যান ফিরতেই অবিচ্ছিন্ন চতুর্থ জুটিতে ৭১ বলে ৭৭ রান তুলে দলকে জিতিয়ে ফিরেন আম্বাতি রায়ডু ও দিনেশ কার্তিক। ৫ চার ও ১ ছক্কায় ৪০ রানে অপরাজিত রায়ডু। মহেন্দ্র ধোনির চোটে সুযোগ পেয়ে কার্তিক ৩৮ রানে অপরাজিত। ম্যাচসেরা মোহাম্মদ শামি।
সংক্ষিপ্ত স্কোর-
নিউজিল্যান্ড: ৪৯ ওভারে ২৪৩ (গাপটিল ১৩, মানরো ৭, উইলিয়ামসন ২৮, টেইলর ৯৩, ল্যাথাম ৫১, নিকোলস ৬, স্যান্টনার ৩, ব্রেসওয়েল ১৫, সোধি ১২, বোল্ট ২, ফার্গুসন ২*; ভুবেনশ্বর ২/৪৬, শামি ৩/৪১, চেহেল ২/৫১, হার্দিক ২/৪৫, কুলদীপ ০/৩৯, কেদার ০/১৭)।
ভারত: ৪৩ ওভারে ২৪৫/৩ (রোহিত ৬২, ধাওয়ান ২৮, কোহলি ৬০, রায়ডু ৪০*, কার্তিক ৩৮*, কেদার ২২*; বোল্ট ২/৪০, ব্রেসওয়েল ০/৪৯, ফার্গুসন ০/৫৭, স্যান্টনার ১/৪৫, সোধি ০/৫৭)।
ফল: ভারত ৭ উইকেটে জয়ী
সিরিজ: ৫ ম্যাচ সিরিজে ভারত ৩-০তে এগিয়ে
ম্যাচসেরা: মোহাম্মদ শামি
Discussion about this post