আইপিএল-সিপিএলের পর এবার অস্ট্রেলিয়ার ঘরোয়া ক্রিকেট টুর্নামেন্ট বিগ ব্যাশেও নাম লেখাচ্ছেন সাকিব আল হাসান। বিশ্বসেরা এই অলরাউন্ডার খেলবেন অ্যাডিলেড স্ট্রাইকার্সে। নতুন বছরের প্রথম দিনই মিলল এমন সুখবর!
শুক্রবার দুপুর ১২টা ৪০ মিনিটে মালয়েশিয়ান এয়ারলাইন্সের ফ্লাইটে অস্ট্রেলিয়ায় পাড়ি জমিয়েছেন দেশসেরা এ অলরাউন্ডার। দক্ষিণ আফ্রিকার জোহান বোথার ইনজুরিতে পড়ায় ডাক পড়ে তার । ৫ জানুয়ারি সিডনি সিক্সারের সঙ্গে পরের ম্যাচ অ্যাডিলেড স্ট্রাইকার্সের। শুক্রবারই দেশ ছাড়তে পারেন তিনি। সামনেই বাংলাদেশের ব্যস্ত ক্রিকেটসুচী। এই মাসে আসবে শ্রীলঙ্কা। ফেব্রুয়ারিতে ঢাকায় এশিয়া কাপ। মার্চে টি-টুয়েন্টি বিশ্বকাপ। তাইতো ১০ থেকে ১৫ দিন খেলেই দেশে ফিরবেন সাকিব।
http://youtu.be/kSzNZDeWfxY
Discussion about this post