আগামী মাসে অস্ট্রেলিয়ার মাটিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে টপ এন্ড টি-টোয়েন্টি টুর্নামেন্ট। সেখানে অংশ নিতে যাচ্ছে বাংলাদেশ ‘এ’ দল। এই সফরের জন্য নিজেকে প্রস্তুত রেখেছেন জাতীয় দলের ডানহাতি স্পিনার নাইম হাসান, যিনি মূলত টেস্ট ফরম্যাটে খেলেই পরিচিত। তবে এবার টি-টোয়েন্টি ফরম্যাটেও নিজের সামর্থ্য প্রমাণ করতে চান তিনি।
নাইম বলেন, ‘আমি তিন ফরম্যাটে খেলার মতো করেই নিজেকে প্রস্তুত করছি। জাতীয় দলে শুধু টেস্ট ক্রিকেট খেলছি। কিন্তু প্রিমিয়ার লিগ, বিপিএল-এই ফরম্যাটগুলোতেও খেলি। আমি নিজেকে তিন ফরম্যাটের খেলোয়াড় হিসেবেই চিন্তা করি।’
২৫ বছর বয়সী এই স্পিনার অস্ট্রেলিয়ার কন্ডিশনে এখনো খেলার সুযোগ পাননি। তাই এই সফরকে দেখছেন নতুন অভিজ্ঞতা ও শিখার সুযোগ হিসেবে। তিনি বলেন, ‘অস্ট্রেলিয়ার কন্ডিশন অচেনা। যদি আমাকে নেয়, তাহলে অবশ্যই যাব। নতুন কন্ডিশন জানব, বুঝব কী করতে হবে। যারা ভবিষ্যতে জাতীয় দলে খেলে, ওরাই ‘এ’ দলে থাকে। এটা আমাদের জন্য ভালো হবে। পরে যদি আবার অস্ট্রেলিয়ায় খেলার সুযোগ আসে, এখন খেলার অভিজ্ঞতা তা সহজ করবে।’
শুধু বোলিং নয়, ব্যাটিংয়েও উন্নতির চেষ্টা করছেন নাইম। দলের প্রয়োজনে লোয়ার অর্ডারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার লক্ষ্য তার, ‘ব্যাটিং নিয়েও কাজ করছি। চেষ্টা করছি আরও উন্নতি করতে যাতে ইনিংসগুলো বড় করতে পারি। লোয়ার অর্ডার ব্যাটাররা বড় স্কোর করলে ড্যামেজ নিয়ন্ত্রণে রাখা যায়। চেষ্টা করছি ওই জায়গায় নিজেকে নিয়ে যেতে।’
নাইমের আশা আসন্ন এশিয়া কাপ ও টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের ভালো পারফরম্যান্সের, ‘আলহামদুলিল্লাহ, (টি-টোয়েন্টি দল) খুব ভালো খেলছে। আমার বিশ্বাস, ওরা অনেক ভালো করবে। মোমেন্টাম পেলে বাংলাদেশ ভালো কিছু করতে পারবে।’
Discussion about this post