আরও একবার ক্রিকেট অস্ট্রেলিয়ার বর্ষসেরা পুরুষ ক্রিকেটারের পুরস্কার অ্যালান বোর্ডার পদক জিতলেন স্টিভেন স্মিথ। এনিয়ে চতুর্থবারের মতো সেরাদের সেরা হলেন তিনি। এর আগে এ পুরস্কার সর্বোচ্চ চারবার জিতেছিলেন রিকি পন্টিং ও মাইকেল ক্লার্ক। বর্ষসেরা নারী ক্রিকেটারের বেলিন্ডা ক্লার্ক পুরস্কার পেলেন বেথ মুনি।
বর্ষসেরা পুরুষ ক্রিকেটার নির্বাচিত হওয়া স্টিভেন স্মিথ (১৭১) টপকে গেছেন ট্রাভিস হেডের (১৪৪)। ২৭ ভোট বেশি পেয়ে জয়ী তিনি। আন্তর্জাতিক ক্রিকেটে সব ফরম্যাট মিলিয়ে এই মৌসুমে ৫৫.৩ গড়ে ১৫৪৭ রান করের স্মিথ। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তার অপরাজিত ২০০। যা কীনা ২০১৯ সালের পর টেস্টে সর্বোচ্চ।
২০০০ সাল থেকে এ পুরস্কার দিচ্ছে ক্রিকেট অস্ট্রেলিয়া। ২০১৫, ২০১৮ ও ২০২১ সালে অ্যালান বোর্ডার পদক জিতেন স্মিথ।
এদিকে পুরুষদের বর্ষসেরা টেস্ট খেলোয়াড় হয়েছেন উসমান খাজা। সামাজিক কর্মকাণ্ডের জন্য কমিউনিটি ইমপ্যাক্ট পুরস্কার দেওয়া হয় তাকে।
ক্রিকেট অস্ট্রেলিয়ার বর্ষসেরা পুরস্কার
অ্যালান বোর্ডার পদক: স্টিভেন স্মিথ
বেলিন্ডা ক্লার্ক পুরস্কার: বেথ মুনি
শেন ওয়ার্ন বর্ষসেরা পুরুষ টেস্ট খেলোয়াড়: উসমান খাজা
কমিউনিটি ইমপ্যাক্ট পুরস্কার: উসমান খাজা
বর্ষসেরা নারী টি-টোয়েন্টি খেলোয়াড়: তালিয়া ম্যাকগ্রা
বর্ষসেরা পুরুষ টি-টোয়েন্টি খেলোয়াড়: মার্কাস স্টয়নিস
বর্ষসেরা নারী ওয়ানডে খেলোয়াড়: বেথ মুনি
বর্ষসেরা পুরুষ ওয়ানডে খেলোয়াড়: ডেভিড ওয়ার্নার
বর্ষসেরা নারী ঘরোয়া ক্রিকেটার: অ্যানাবেল সাদারল্যান্ড
বর্ষসেরা পুরুষ ঘরোয়া ক্রিকেটার: মাইকেল নেসার
বেটি উইলসন তরুণ ক্রিকেটার: কোর্টনি সিপেল
ব্র্যাডম্যান তরুণ ক্রিকেটার: ল্যান্স মরিস
Discussion about this post