ক্রিস লিনের দারুন এক ক্যাচে শুক্রবার রয়াল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোরের বিপক্ষে ২ রানের নাটকীয় জয় পেল কলকাতা নাইট রাইডার্স। সেই ক্যাচ নিয়েই এখন চলছে বন্দনা। টুইটারে অমিতাভ বচ্চন লিখলেন ‘কলকাতা নাইট রাইডার্সের ক্রিস লিন ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা ক্যাচ নিলেন। আসলে বিশ্বাসই হচ্ছে না!’
বিশ্বাস না হওয়া সেই অসাধারন ক্যাচের দৃশ্যপটটা চলুন বুঝে নেই এবার-
ব্যাট হাতে তখন উইকেটে এবি ডি ভিলিয়ার্স। বল হাতে কলকাতা নাইট রাইডার্সের বিনয় কুমার। ম্যাচে জিততে ব্যাঙ্গালোরের চাই ৩ বলে ৬ রান। তখনই বিনয়ের শট পিচ বল হাওয়ায় ভাসিয়ে মারেন মারেন ভিলিয়ার্স। বল যাচ্ছিল ডিপ মিড উইকেটের ওপর দিয়ে। মনে হচ্ছিল ছক্কা মেরেই ম্যাচ জেতালেন ভিলিয়ার্স।
কিন্তু ক্যাচ নিতে ছুটে এলেন সাকিব আল হাসানের বদলে খেলতে নামা ক্রিস লিন। বল মাথার ওপর আসার আগেই পা পিছলে গেল। তারপরও শূন্যে শরীর ভাসিয়ে হাত মেলে ধরলেন তিনি। এরপর যেটা করলেন, তাতে মুগ্ধতা ছড়িয়ে যায়অ ধারনা করা হচ্ছিল বল হাতে জমালেও সীমানার বাইরে চলে যাবেন তিনি। সেকেন্ডের চেয়েও কম সময়ে কীভাবে এত বিচক্ষণতার পরিচয় দিলেন ক্রিস লিন, তা রীতিমতো বিস্ময়ের।
তিনি অস্ট্রেলিয়ার হয়ে খেলেছেন মাত্র দুটি টি-টুয়েন্টি ম্যাচ। করেছেন অপরাজিত ৩৩ রান। তবে জাতীয় দলের দরজা বুঝি খুলে যাচ্ছে তার। কেননা, ব্যাট হাতে করলেন এদিন ৩১ বলে ৪৫ রান।
http://youtu.be/o9c6mkMVhgw
Discussion about this post