ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
ভুল বুঝতে পেরে ক্ষমা চেয়েছিলেন। এনিয়ে সামাজিক যোযোগমাধ্যমে স্ট্যাটাসও দিয়েছিলেন মুশফিকুর রহিম। কিন্তু শাস্তি থেকে মুক্তি পলেনে না। সতীর্থ নাসুম আহমেদের সঙ্গে অশোভন আচরণ করায় জরিমানা করা হয়েছে বেক্সিমকো ঢাকার অধিনায়ককে।
সোমবার বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপের এলিমিনেটরে ফরচুন বরিশালের ইনিংসে সতীর্থের সঙ্গে অনভিপ্রেত আচরণ করেন মুশফিক। যেটি লেভেল ১ এর ২.৬ অনুচ্ছেদের নিয়মভঙ্গ হয়েছে। এ কারণে মুশফিকের ম্যাচ ফির ২৫ শতাংশ জরিমানা করা হয়েছে। একইসঙ্গে তার নামের পাশে যোগ হয়েছে ১টি ডিমেরিট পয়েন্ট।
আইসিসির ৭.৫ অনুচ্ছেদের বলছে, টুর্নামেন্টে ৪টি ডিমেরিট পয়েন্ট পেলে এক ম্যাচের জন্য নিষিদ্ধ হয়ে যাবেন মুশফিক। অবশ্য অল্পতেই এবার রক্ষা পেলেন তিনি। এমন ভুলে সর্বোচ্চ ৫০ শতাংশ ম্যাচ ফি কর্তন ও এক বা দুই ডিমেরিট পয়েন্ট যোগ হয়।
মুশফিকের বিরুদ্ধে লিখিত অভিযোগ করেন দুই অনফিল্ড আম্পায়ার গাজী সোহেল ও মাহফুজুর রহমান। এরপরই ম্যাচ রেফারি রাকিবুল হাসান মুশফিককে শাস্তি দেন। মুশফিক অপরাধ মেনে নেওয়ার তার আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন হয়নি।
এর আগে মুশফিক এনিয়ে ক্ষমাও চেয়েছেন। শাস্তির ঘোষণার আগেই সকালে সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্ষমা প্রার্থনা করেন তিনি। ম্যাচ শেষেই নাসুম আহমেদের কাছে ক্ষমা চেয়েছেন বলেও জানান মুশফিক। নাসুমও সামাজিক যোগাযোগ মাধ্যমে জানান, মাঠের বিষয় মাঠেই শেষ হয়েছে।
সন্দেহ নেই, এই ঘটনায় বড় একটা শিক্ষা হলো মুশফিকের।
Discussion about this post