সন্দেহ নেই তিনিই এ মুহুর্তে বাংলাদেশের সেরা ক্রিকেটার। বিশ্বসেরাদের একজন। কিন্তু সেই সাকিব আল হাসানই এখন বিতর্কের কেন্দ্রে।
সমালোচিত হওয়ার মতোই কাজ করেছেন তিনি। এইতো গত বৃহস্পতিবার শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে আউট হয়ে ড্রেসিং রুমে ফিরে লাইভ টিভি ক্যামেরার সামনে অশোভন অঙ্গভঙ্গি করেন তিনি। আর সেটা প্রমানিত হওয়ায় শাস্তিও পেতে হল তাকে। তিন ম্যাচ নিষেধাজ্ঞার পাশাপাশি ৩ লাখ টাকা জরিমানা হয়েছে সাকিবের। এর অর্থ শ্রীলঙ্কার বিপক্ষে শনিবার মাঠে দেখা যাবে না তাকে। এমনকি এশিয়া কাপেরও দুটি ম্যাচ মিস করবেন।
বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) তাকে শাস্তি দিয়েছে। শুক্রবার সাকিবকে বিসিবি কার্যালয়ে ডেকে পাঠানো হয়। বিসিবির তদন্ত কমিটি সাকিবকে দোষী সাব্যস্ত করে। দোষ স্বীকারও করেন এই অলরাউন্ডার।
টেলিভিশনে সাকিবের এমন কান্ড দেখে হতাশ তার ভক্তরা। ইন্টারনেটে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এনিয়ে সমালোচনার ঝড় উঠেছে। অনেকে প্রকাশ্যে ক্ষমা চাইতেও বলেছেন। কেননা, দেশের লাখো ক্রিকেট ভক্তের কাছে সাকিব আদর্শ। তাকে অনুকরণ করেন অনেকেই। তার কাছ থেকে এমন আচরন অপ্রত্যাশিত!
বিসিবির ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা নিজামউদ্দিন চৌধুরী এনিয়ে বলেন,-‘সাকিব নিজেও তার এহেন আচরণের জন্য লজ্জিত এবং ক্ষমাপ্রার্থী। বিসিবিও ওকে জানিয়ে দিয়েছে তার এমন আচরণ গ্রহণযোগ্য নয়।’
জানা গেছে ডিসিপ্লিনারি ও ক্রিকেট অপারেশন্স কমিটি ওই ভিডিও ফুটেজ দেখে বোর্ডকে সবকিছু জানিয়েছে। তারপরই এই শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া। এর আগে অবশ্য সাকিবের সঙ্গে কথাও বলেছেন তারা।
ফেসবুকে ক্ষমা চাইলেন সাকিব-
Discussion about this post