ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের (ডিপিএল) সুপার লিগ পর্বের শেষ দিনে মঙ্গলবার মুখোমুখি হবে দুই চিরপ্রতিদ্বন্দ্বী আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাব। এবারের আসরে এই ম্যাচটি পরিণত হয়েছে অলিখিত ফাইনালে, যেখানে নির্ধারিত হবে কার হাতে উঠবে মর্যাদার শিরোপা।
বর্তমানে সুপার লিগের পয়েন্ট টেবিলের শীর্ষ দুই স্থানে রয়েছে যথাক্রমে আবাহনী ও মোহামেডান। ৪ ম্যাচে ৪ জয় নিয়ে ৮ পয়েন্ট সংগ্রহ করে শীর্ষে রয়েছে আবাহনী লিমিটেড। অন্যদিকে, সমান ম্যাচে ৩ জয় ও ১ হারে ৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে মোহামেডান।
শেষ ম্যাচের সমীকরণ সহজ-আবাহনী যদি জেতে, ১০ পয়েন্ট নিয়ে সরাসরি চ্যাম্পিয়ন হবে তারা। তবে মোহামেডান জয় পেলে দুই দলের পয়েন্ট হবে সমান (৮)। তখন মুখোমুখি লড়াইয়ের হিসাব অনুযায়ী শিরোপা যাবে মোহামেডানের ঘরে। ফলে দুই দলের জন্যই মঙ্গলবারের ম্যাচ হয়ে উঠেছে সর্বস্ব দিতে হবে এমন এক লড়াই।
টেবিলের তৃতীয় স্থানে রয়েছে লিজেন্ডস অব রূপগঞ্জ, এরপর যথাক্রমে গাজী গ্রুপ ক্রিকেটার্স, অগ্রণী ব্যাংক ক্রিকেট ক্লাব ও গুলশান ক্রিকেট ক্লাব। তাদের কারও আর শিরোপা জয়ের সম্ভাবনা নেই।
এদিকে ব্যাটিং তালিকায় দারুণ লড়াই চলছে। জাতীয় দলে ব্যস্ত থাকা এনামুল হক বিজয় ৮৭৪ রান নিয়ে রান সংগ্রাহকের তালিকায় শীর্ষে রয়েছেন। দ্বিতীয় স্থানে আছেন পারভেজ হোসেন ইমন (৭৭০ রান) এবং তৃতীয় স্থানে নাঈম শেখ (৬১৮ রান)।
Discussion about this post