সিরিজের প্রথম টেস্টেই কঠিন পরীক্ষার মুখোমুখি বাংলাদেশ। কিংসটাউন টেস্টের চতুর্থ দিন শেষেও ড্রাইভিং সিটে ওয়েস্ট ইন্ডিজ। সোমবার দিনের খেলা শেষে বাংলাদেশের রান ৫ উইকেট হারিয়র ২৫৬ রান। অধিনায়ক মুশফিকুর রহীম লড়ে যাচ্ছেন।
এ অবস্থায় উইন্ডিজকে ফের ব্যাটিংয়ে পাঠাতে এখনো ৪৬ রান চাই বাংলাদেশের।
এর আগে বাংলাদেশ ১ম ইনিংসে ১৮২ রানে অলআউট হয়। ফলো অনে পড়ে সোমবার আবারো ব্যাট করতে নামে মুশফিকের দল।
ব্যাট হাতে ভালই লড়ছিলেন তামিম ইকবাল। মনে হচ্ছিল তার ব্যাটে ইনিংস হার এড়াবে দল। কিন্তু রানে ফিরে যান এই উদ্বোধনী ব্যাটসম্যান। ইমরুল কায়েস করেন ২৫ রান। তবে দুভার্গ্য মমিনুল হকের। তার আউট নিয়ে সংশয় থেকেই গেছে।
এমন বিপর্যয়ে দলের হাল ধরেন দুই ‘ভায়রা’ মুশফিক-মাহমুদুল্লাহ রিয়াদ। পঞ্চম উইকেটে দুজন যোগ করেন ১৩০ রান। ৬৬ রান করে মাহমুদুল্লাহ ফিরে গেলেও উইকেটে আছেন মুশফিক। তার রান ৭০। সঙ্গে নাসিরের ব্যাটে ৭।
উইন্ডিজের হয়ে দুটি করে উইকেট নেন সুলেমান বেন ও কেমার রোচ।
সংক্ষিপ্ত স্কোর-
ওয়েস্ট ইন্ডিজ: ১ম ইনিংস ৪৮৪/৭ ডিক্লে. (ব্রেথওয়েইট ২১২, চন্দরপল ৮৫*, গেইল ৬৪; তাইজুল ৫/১৩৫)
বাংলাদেশ: ১ম ইনিংস ১৮২/১০ (মুমিনুল ৫১, মুশফিক ৪৮*; বেন ৫/৩৯, ব্ল্যাকউড ২/১৪) ও ২য় ইনিংসে ২৫৬/৫ (তামিম ৫৩, শামসুর ৪, ইমরুল ২৫, মুমিনুল ১২, মাহমুদুল্লাহ ৬৬, মুশফিক ৭০*, নাসির ৭*; রোচ ২/৩৯)
####################
১৮২ রানে অলআউট বাংলাদেশ
বোলারদের পর এবার ব্যর্থ ব্যাটসম্যানরাও। ক্যারিবিয় স্পিনারদের ঘুর্নি যাদুতেই কাবু মুশফিকুর রহীমের দল। ১ম ইনিংসে ১৮২ রানে অলআউট বাংলাদেশ।
কিংসটাউন টেস্টের তৃতীয় দিন রোববার এমন ভরাডুবি হল সফরকারীদের। এর আগে ৭ উইকেটে ৪৮৪ রানে প্রথম ইনিংস ঘোষণা করে ওয়েস্ট ইন্ডিজ। বাংলাদেশের ষষ্ঠ বোলার হিসেবে অভিষেকে পাঁচ উইকেট নেন তাইজুল ইসলাম। উইন্ডিজের চেয়ে ৩০২ রান পিছিয়ে বাংলাদেশ।
আসলে বাঁহাতি স্পিনার সুলেমান বেনের ঘুর্নি বলই সব শেষ করে দেয়। ৩৯ রানে ৫ উইকেট নেন তিনি। তবে বোলারদের যতোটা ক্যারিশমা তারচেয়ে বড় ব্যর্থতা ব্যাটসম্যানদের। বলে খোঁচা মেরে আউট হওয়ার প্রতিযোগিতায় যেন নেমেছিলেন তারা। যা একটু লড়লেন মুশফিকুর রহিম এবং মমিনুল হক। ৪৮ রানে অপরাজিত থাকেন বাংলাদেশ অধিনায়ক। ৫১ রান করেন তিনি। ৩৫ রান রান আসে শামসুর রহমান শুভ’র ব্যাট থেকে।
সংক্ষিপ্ত স্কোর-
ওয়েস্ট ইন্ডিজ: ১ম ইনিংসে ৪৮৪/৭ ডিক্লে.(গেইল ৬৪, ব্রেথওয়েইট ২১২, এডওয়ার্ডস ১০, ব্র্যাভো ৬২, চন্দরপল ৮৫*; তাইজুল ৫/১৩৫, শুভাগত ১/১০৪, রুবেল ১/১১০)
বাংলাদেশ: ১ম ইনিংসে ১৮২/১০ (তামিম ১, শামসুর ৩৫, ইমরুল ৯, মুমিনুল ৫১, মাহমুদুল্লাহ ৭, মুশফিক ৪৮*, নাসির ২, শুভাগত ১৬, তাইজুল ২, রুবেল ১, আল-আমিন ৫; বেন ৫/৩৯, ব্ল্যাকউড ২/১৪)
#########################
ব্রেথওয়েইটের ডাবল সেঞ্চুরি, বড় সংগ্রহের পথে উইন্ডিজ
ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরিটাকেই ডাবলে পরিনত করলেন ক্রেইগ ব্রেথওয়েইট। সঙ্গে পুরনো যোদ্ধা শিবনারায়ন চন্দরপলের দৃঢ়তা। তাতেই বাংলাদেশের বিপক্ষে প্রথম টেস্টের প্রথম ইনিংসে বিশাল সংগ্রহের পথে ওয়েস্ট ইন্ডিজ।
কিংসটাউন টেস্টে দ্বিতীয় দিন শেষে স্বাগতিকদের রান ৩ উইকেটে ৪০৭ রান।
ক্রেইগ ব্রেথওয়েইট ২০৫ এবং চন্দরপল ৫১ রানে ব্যাট করছেন।
শনিবার কিংসটাউনের আর্নস ভেল গ্রাউন্ডে বৃষ্টি কেড়ে নেয় প্রথম সেশনে। লাঞ্চের ৫০ মিনিট পর শুরু হয় খেলা। কিন্তু সেই ভেজা উইকেটে আর আবহাওয়ায় তেমন কিছু করতে পারেনি বাংলাদেশের বোলাররা। অনায়াসেই খেলে গেছেন ক্যারিবিয় ব্যাটসম্যানরা।
সংক্ষিপ্ত স্কোর-
ওয়েস্ট ইন্ডিজ: ১ম ইনিংসে ৪০৭/৩ (গেইল ৬৪, ব্রেথওয়েইট ২০৫*, এডওয়ার্ডস ১০, ব্র্যাভো ৬২, চন্দরপল ৫১*; তাইজুল ২/১০৬, শুভাগত ১/৯৩)।
########################
কিংসটাউনে বৃষ্টির বাধা
আগের দিন শেষ বিকেলে গোমড়া হয়েছিল কিংসটাউনের আকাশ। খেলা হয়নি দিনের শেষ তিন ওভার। তার রেশটা থাকল পরের দিনও। শনিবার সকাল থেকেই অঝোর ধারার বৃষ্টি। টেস্টের দ্বিতীয় দিনের খেলা শুরুর প্রশ্নই আসেনা।
তাইতো ড্রেসিং রুমে বসেই সময় কাটল মুশফিকুর রহীমদের। লাঞ্চ বিরতির আগে খেলা শুরুর কথা ভাবাই যায়নি।
টেস্টের প্রথম দিনটা অবশ্য ওয়েস্ট ইন্ডিজেরই ছিল। স্বাগতিকরা শুক্রবার দিন শেষে তুলে ৩ উইকেটে ২৬৪ রান। দুই নিয়েছেন এ ম্যাচে টেস্ট অভিষেক হওয়া বাঁহাতি স্পিনার তাইজুল ইসলাম। অন্যটি আরেক অভিষিক্ত শুভাগত হোম চৌধুরীর।
#####################################
প্রথম দিন উইন্ডিজের
স্বপ্নপুরন হলো তার। শুক্রবার পেয়ে গেলেন মহা কাংখিত টেস্ট ক্যাপ। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে কিংসটাউনে সিরিজের প্রথম টেস্ট শুরুর আগে তাইজুলকে টেস্ট ক্যাপ পড়িয়ে দেন সাবেক অধিনায়ক হাবিবুল বাশার সুমন। তাইজুল ছাড়াও অভিষেক হলো অলরাউন্ডার শুভাগত হোম চৌধুরীর।
আর শুক্রবার আর্নস ভেল গ্রাউন্ডে টস জিতে ফিল্ডিংয়ে নামে বাংলাদেশ। ক্রিস গেইলের দারুণ ব্যাটিংয়ে বাংলাদেশের বিপক্ষে প্রথম টেস্টে ভালো শুরু করেছে স্বাগতিকরা।
ক্যারিয়ারের প্রথম টেস্ট সেঞ্চুরি তুলে নিলেন ক্রেইগ ব্রেথওয়েইট। অপরাজিত শতকে প্রথম টেস্টের প্রথম দিনটি ওয়েস্ট ইন্ডিজের।
দিন শেষে ক্যারিবিয়দের রান ৩ উইকেটে ২৬৪ রান। ব্রেথওয়েইট ১২৩ ও শিবনারায়ন চন্দরপল ১ রানে উইকেটে অপরাজিত আছেন।
এ ম্যাচে অস্ট্রেলিয়ার ১৫৬ টেস্ট খেলা অ্যালান বোর্ডারকে পেছনে ফেললেন চন্দরপল।
তাইজুল ৬৯ রানে নেন ২ উইকেট।
সংক্ষিপ্ত স্কোর-
ওয়েস্ট ইন্ডিজ: ১ম ইনিংসে ২৬৪/৩ (গেইল ৬৪, ব্রেথওয়েইট ১২৩*, এডওয়ার্ডস ১০, ব্র্যাভো ৬২, চন্দরপল ১*; তাইজুল ২/৬৯, শুভাগত ১/৭৬)
Discussion about this post