ঘরোয়া ক্রিকেটই গড়ে দেয় জাতীয় দলের পথ। তিনি নিজে সেই পথটা গড়েছেন অনেক দিন ধরেই। ঢাকা প্রিমিয়ার লিগ ও বাংলাদেশ প্রিমিয়ার লিগে তুলেছেন ঝড়। তার পথ ধরে এবার আন্তর্জাতিক ক্রিকেটে। সেই মুনিম শাহরিয়ার এবার বাংলাদেশ টি-টুয়েন্টি দলে। ২৩ বছর বয়সী ব্যাটসম্যানের অভিষেক হলো বৃস্পিতিবার। সঙ্গে এই ফরম্যাটে অভিষেক হলো ইয়াসির আলি চৌধুরি রাব্বীর।
দু’জন বাংলাদেশের ৭৪ ও ৭৫তম টি-টুয়েন্টি ক্রিকেটার। আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে মিরপুরের হোম অব ক্রিকেট থেকেই টি-টুয়েন্টি পথচলা শুরু হলো তাদের।
মুনিম যে ২০ ওভারের আন্তর্জাতিক ক্রিকেটে পা দিতে যাচ্ছেন সেটি অনেকটা নিশ্চিতই ছিল। তিনি ফর্মে। আবার দলে নেই তামিম ইকবাল, সৌম্য সরকার কিংবা নাজমুল হোসেন শান্ত। মুনিমের সঙ্গে এদিন অভিষেক হলো ইয়াসির আলির। পাকিস্তানের বিপক্ষে চট্টগ্রামে টেস্টের অভিষেক ক্যাপ পেয়েছিলেন তিনি। এবার মুশফিকুর রহিম চোট পাওয়ায় ইয়াসির পেয়ে গেলেন জায়গা।
আন্তর্জাতিক ক্যারিয়ারের দ্বিতীয় বলে বাউন্ডারি হাঁকান মুনিম। যদিও অভিষেক রাঙাতে পারেন নি তিনি। মুনিমের অভিষেক ইনিংস শেষ ১৮ বলে ১৭ রানে। হতাশ করেন ইয়াসিরও। ৭ বলে করেন ৮ রান।
ম্যাচে কথা বলল লিটন দাসের ব্যাট। ৪৪ বলে ৬০ রান করেন লিটন। সবশেষ টি-টোয়েন্টি ফিফটিতে ২০২০ সালের মার্চে জিম্বাবুয়ের বিপক্ষে করেন ৪৫ বলে ৬০। ২৫ রান করেন আফিফ হোসেন। হতাশ করেন দলের অন্য ব্যাটসম্যানরা। তারপরও আফগানদের বিপক্ষে ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে বাংলাদেশ তুলে ১৫৫ রান।
Discussion about this post